ওয়েবডেস্ক: ভারত এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতি। জাপানকে টপকে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠক হল। এবার ওই বৈঠকে স্লোগান ছিল বিকশিত রাজ্য ফর বিকশিত ভারত ২০৪৭। বৈঠক শেষে শনিবার এমনই জানালেন নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমনিয়ম। তিনি বলেন, আমরা এখন ৪ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ। আমেরিকা, চীন, জার্মানির অর্থনীতি ভারতের চেয়ে বড়। বর্তমান পরিকল্পনা ও কৌশলে এগোলে আড়াই থেকে ৩ বছরের মধ্যে আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হব। ২০২৪ সাল পর্যন্ত ভারত পঞ্চম অর্থনীতির দেশ ছিল। তথ্যাভিজ্ঞ মহলের বক্তব্যষ ফলে রাশিয়া, ব্রিটেন, ইজরায়েল, ফ্রান্স, ইতালির চেয়ে ভারতের অর্থনীতি অনেক বড়। তবে বিশ্বের সব থেকে প্রভীবশালী দেশ আমেরিকার বর্তমান অর্থনীতি হচ্ছে ২৯ ট্রিলিয়ন ডলার। যা ভারতের অর্থনীতিরি চেয়ে অনেক বড়। সামরিক দিক থেকেও আমেরিকা বিশ্বে এক নম্বরে।
ইতিমধ্যে আইএমএফ (আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার) পূর্বাভাস দিয়েছে, আগামী দুবছরে ভারত সবচেয়ে বৃদ্ধির অর্থনীতি হবে। ২০২৫ সালে ভারতের জিডিপি বৃদ্ধি হবে ৬.২ শতাংশ। ২০২৬ সালে ভারতের জিডিপি বৃদ্ধি হবে ৬.৩ শতাংশ। আন্তর্জাতিক অর্থনীতির বৃদ্ধির পূর্বাভাস হল ২.৮ শতাংশ। বৈঠকে উতপাদন, পরিষেবা, গ্রাম ও অকৃষি এলাকা, শহরের উন্নয়ন, সবুজ অর্থনীতি নিয়েও আলোচনা হয়েছে।
আরও পড়ুন: প্রবল ঝড়বৃষ্টিতে জলমগ্ন দিল্লি, ব্যাহত বিমান পরিষেবা
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে নীতি আয়োগের সিইও-কে জিজ্ঞাসা করা হয়েছিল। ট্রাম্প বলেছিলেন অ্যাপল আইফোন যা আমেরিকার বাজারে বিক্রি হবে তা আমেরিকাতে তৈরি করতে হবে। ভারতে করা যাবে না। তাতে নীতি আয়োগের সিইও বলেন, শুল্ক কী হবে তা অনিশ্চিত। আমাদের এখানে সস্তার আইফোন তৈরি করা যাবে।
দেখুন অন্য খবর: