ওয়েব ডেস্ক: পহেলগাম কাণ্ড (Pahelgam Incident) এবং অপারেশন সিঁদুর (Operatiomn Sindoor) নিয়ে বিজেপি (BJP) নেতাদের ভুলভাল বকা থামছেই না। মধ্যপ্রদেশের মন্ত্রী কুঁয়ার বিজয় শাহ (Kunwar Vijay Shah) কর্নেল সোফিয়া কুরেশিকে (Colonel Sophia Qureshi) নিয়ে অপ্রীতিকর মন্তব্য করে বেকায়দায় পড়েছেন। তা থেকে শিক্ষা নেননি বিজেপির রাজ্যসভার সাংসদ রাম চান্দের জাংরা (Ram Chander Jangra)। তিনি বলে দিলেন, পহেলগামে জঙ্গি হামলার সময় মহিলারা পাল্টা লড়াই করেননি, সাহসিকতা দেখাননি।
২২ এপ্রিল পহেলগামে বেছে বেছে হিন্দু এবং পুরুষদের নিশানা করেছিল জঙ্গিরা। ভাইরাল হয়ে যাওয়া কিছু ভিডিওতে দেখা গিয়েছিল, জঙ্গিদের কাছে হাতজোড় করে প্রাণভিক্ষা চাইছেন মহিলারা। এই নিয়েই অদ্ভুত মন্তব্য করলেন জাংরা। হরিয়ানার (Haryana) ভিওয়ানিতে এক জনসভায় দাঁড়িয়ে বিজেপি সাংসদ বলেন, “ওখানে (বৈসরন ভ্যালি) আমাদের যে সব বীরাঙ্গনা বোনেরা ছিলেন, যাঁদের সিঁথির সিঁদুর মুছে গিয়েছে, তাঁদের মধ্যে বীরাঙ্গনার ভাব ছিল না, জোশ ছিল না, চাড় ছিল না, মন ছিল না, সেই জন্য হাতজোড় করে গুলির শিকার হতে হল।”
আরও পড়ুন: দেশজুড়ে ফের ত্রাসের আবহ, তিন রাজ্যে নতুন করোনা আক্রান্তের হদিশ
জাংরা আরও বলেন, “হাতজোড় করলে কেউ ছেড়ে দেয় না। আমাদের ছেলেরা ওখানে হাতজোড় করে মারা পড়ল। পর্যটকরা যদি অগ্নিবীর প্রকল্পের অনুশীলন পাশ করত তাহলে তিনজন জঙ্গি ২৬ জনকে মারতে পারত না… ওদের অবশ্যই লড়া উচিত ছিল, যদি লড়ত মৃত্যুর সংখ্যা কম হত।”
বিজেপি সাংসদের এই মন্তব্যকে ‘লজ্জাজনক’ বলে নিন্দা করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, “রাজ্যসভা সাংসদ রাম চান্দের জাংরা এই লজ্জাজনক মন্তব্য প্রমাণ করে যে ক্ষমতার বিষে বিজেপি এতটাই অবিবেচক হয়ে গিয়েছে নিরাপত্তার ত্রুটিকে দোষ না দিয়ে শহীদ এবং তাঁদের স্ত্রীদের নিয়ে প্রশ্ন তুলছে।”
দেখুন অন্য খবর: