স্পোর্টস ডেস্ক: আজ রবিবার প্রিমিয়ার (Premier League) লিগের ২০২৪-২৫ মরসুমের শেষ দিন। আজ একই সময়ে (ভারতে রাত ৮.৩০) লিগের ২০টি দল খেলবে, অর্থাৎ একই সঙ্গে শুরু হবে ১০টি ন্যাচ।
লিভারপুল (Liverpool FC) অনেকদিন আগেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। আজ অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচের পর তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। আর্সেনালের (Arsenal) দ্বিতীয় স্থানে এবং ম্যান সিটির (Man City) তৃতীয় স্থানে শেষ করাও নিশ্চিত। এদিকে ১৮, ১৯ এবং ২০ নম্বরে শেষ করা যথাক্রমে লেস্টার সিটি, ইপসউইচ টাউন এবং সাউদাম্পটনের অবনমন নিশ্চিত।
আরও পড়ুন: ব্রাত্য KKR, ইংল্যান্ড সফরে IPL-এর কোন দল থেকে কতজন ক্রিকেটার?
আগ্রহ রয়েছে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থান নিয়ে। ৬৬ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে চার থেকে ছয়ে রয়েছে যথাক্রমে নিউকাসল, চেলসি এবং অ্যাস্টন ভিলা। প্রথম পাঁচে থাকা দল পরের মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। তাই অ্যাস্টন ভিলা একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। আজ তাদের ওল্ড ট্রাফোর্ডে ম্যান ইউকে হারাতেই হবে, সেই সঙ্গে প্রার্থনা করতে হবে যাতে চেলসি আর নিউকাসলের মধ্যে কোনও একটা দল অন্তত ড্র করে।
এদিকে সাত নম্বরে থাকা নটিংহ্যাম ফরেস্টের লক্ষ্য তিন পয়েন্ট পেয়ে ছয়ে উঠে আসা। তাহলে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে তারা। কিন্তু ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ চেলসি, যারা এক ইঞ্চি জমি ছাড়বে না। ওদিকে নিউকাসলের প্রতিপক্ষ এভার্টন, সেই ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।
দেখুন অন্য খবর: