কিছু কিছু মহিলার মুখে ও শরীরের নানান অংশে অনেক লোম দেখা যায়। এই অযাচিত পরিস্থিতিকে হার্সুটিজম বলা হয়। মহিলাদের মুখ ও শরীরে হাল্কা রঙের লোম থাকে, কিন্তু হার্সুটিজমের ক্ষেত্রে মোটা ও কালো লোম দেখা যায়। এই অযাচিত লোম মুখ, হাত, পিঠ ইত্যাদি যে কোনও স্থানে উঠতে পারে। তবে হার্সুটিজম কোনও ক্ষতি করে না। সেই লোম থেকে নিষ্কৃতি পাওয়া কঠিন হয়ে পড়ে বেশিরভাগ ক্ষেত্রেই। তবে এমন কিছু টিপস রয়েছে যা মানলে ঝটপট ফেসিয়াল হেয়ারের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
হার্সুটিজম মহিলাদের মুখ, বুক ও পিঠে পুরুষদের মত চুল বা লোম উঠতে শুরু করে। এতে বিশেষত টেস্টোস্টেরন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুরুষদেরও এই সমস্যা হতে পারে। হার্সুটিজম মহিলাদের শরীরের এমন কিছু অংশে শক্ত ও গাঢ় রঙের লোম দেখা দেয়, যা সাধারণত দেখা দেওয়ার কথা নয়।
আরও পড়ুন: অতিরিক্ত মদ্যপান আপনার ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকারক
ফেস ওয়াক্স বা এপিলেশন পদ্ধতির সাহায্যে মুখের অযাচিত লোম সহজে দূর হয়। লেজার হেয়ার রিমুভাল পদ্ধতি ব্যবহার করতে পারেন। এতে সম্পূর্ণ ভাবে নির্মূল হবে ফেসিয়াল হেয়ার। এতে স্থায়ী ভাবে মুখমণ্ডলের লোম নির্মূল করা যাবে। তবে মুখমণ্ডলের লোম দূর করতে হেয়ার রিমুভিং ক্রিম ব্যবহার করা যাবে না। এতে ত্বক পুড়ে যেতে পারে। এ ধরনের ক্রিম ব্যবহার করা একেবারেই চলবে না। এ ছাড়া এমন বহু ভুয়ো কোম্পানি রয়েছে যা ফেসিয়াল হেয়ার রিমুভ করার দাবি করে। এই সমস্ত ভুয়ো পণ্য একেবারেই ব্যবহার করবেন না। এইগুলি ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে। চিকিৎসকের পরামর্শ নিন।
আরও অন্য খবর দেখুন