ওয়েব ডেস্ক: ফের বিএসএফের (BSF) গুলিতে প্রাণ গেল অনুপ্রবেশকারীর। শনিবার এক পাকিস্তানিকে (Pakistani Shot Dead in Gujrat) গুলি করে মারল ভারতীয় সেনা। শনিবার বিএসএফের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ২৩ মে গুজরাটের বানাসকাঁথা জেলার কাছে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে ওই ব্যক্তি। কর্তব্যরত জওয়ানরা একাধিক বার তাকে নিষেধ করা সত্ত্বেও কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকতে যায় ওই ব্যক্তি। এরপরই তাঁকে গুলি করা হয়।
BSF troops neutralised a Pakistani intruder attempting to enter Indian territory in Banaskantha district, Gujarat, on May 23 during night. BSF troops spotted one suspicious person advancing towards the border fence after crossing the International Border. They challenged the… pic.twitter.com/qQu8pXsaZj
— ANI (@ANI) May 24, 2025
আরও পড়ুন: ফের ডিজিটাল অ্যারেস্টের শিকার! বৃদ্ধের অ্যাকাউন্টে থেকে গায়েব ৩০ লক্ষ
২২ এপ্রিল পহেলগাম জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক সহ ১ জনের মৃত্যু হয়। পাল্টা ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিতে অভিযান ‘অপারেশন সিঁদুর’ চালায়ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এরপর থেকেই দেশের সীমান্ত এলাকাগুলিতে জারি হয়েছে বাড়তি সতর্কতা। এর মধ্যে ভারত-পাক সীমান্ত এলাকায় একাধিকবার অনুপ্রবেশের ঘটনা ঘটে। প্রতিবারই বিএসএফ সেই অনুপ্রবেশকারীদের প্রতিহত করে। শুক্রবারও এক পাক অনুপ্রবেশকারীকে প্রতিহত করল ভারতীয় সেনা।
উল্লেখ্যে, গত গুজরাটের সীমান্ত পেরিয়ে এদিন ভারতে ঢোকার চেষ্টা করে এক পাক নাগরিক। তাকেও একাধিকবার ঢুকতে নিষেধ করা হয়। জানা গিয়েছিল, তখন গুলি করে তাকে প্রতিহত বিএসএফ। জানা গিয়েছিল, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ভারতীতে ঢোকার চেষ্টা করেছিল অভিযুক্ত।
দেখুন আরও খবর: