ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার পর এবার ইংল্যান্ড সফরের টেস্ট দলে জায়গা পেলেন না মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলের অন্যতম তারকা পেসার হওয়া সত্ত্বেও লাগাতার লাল বলের ক্রিকেট (Test Cricket) থেকে ব্রাত্য তিনি। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে, শামির টেস্ট কেরিয়ার (Mohammed Shami Test Career) কি এবার শেষের মুখে? যদিও বোর্ডের (BCCI) প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) জানাচ্ছেন, এখনই এই কথা বলার সময় আসেনি।
শনিবার ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দল ঘোষণার পর আগরকর সাফ জানিয়ে দেন, “শামি এখনও পুরোপুরি ফিট নন। আমরা আশা করেছিলাম ও ফিট হবে, কিন্তু তা হয়নি। ওকে এখনও আমরা পরিকল্পনায় রেখেছি।” কিন্তু তারপরেও শামির লাল বলের ক্রিকেট কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে একটা শঙ্কা থেকেই যাচ্ছে। কারণ ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করার পর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন শামি। চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে জাতীয় দলে ফেরেন তিনি।
আরও পড়ুন: ৮ বছর পর ‘কামব্যাক’! ফের ভারতীয় দলে ‘যোগ্য’ করুণ নায়ার
এদিকে আবার কানাঘুষো একটা কথা শোনা যাচ্ছে- শামি নিজেই আর লাল বলের ক্রিকেট খেলতে চান না। টেস্টের ধকল শরীর নিতে পারছে না বলেই সাদা বলের ক্রিকেটে মন দিতে চান বাংলার এই তারকা পেসার। এক্ষেত্রে বয়সও একটি বড় কারণ হতে পারে। ৩৪ বছর বয়সে এসে চোটের ঝুঁকি নিয়ে পাঁচ দিনের ক্রিকেট খেলতে হয়তো আর ইচ্ছুক নন শামি। এর আগেও এমন ইঙ্গিত মিলেছিল অস্ট্রেলিয়া সফরের সময়। বলা হয়েছিল তৃতীয় টেস্টের পর তিনি দলে যোগ দিতে পারেন, এমনকি তাঁর ব্যাগ পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়াতেও। কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়াই হয়নি তাঁর।
এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শামিকে কি আর ভারতের টেস্ট দলে দেখা যাবে না? আগামী দু’বছরে ভারতের রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। তাই আগামীতে শামি যদি পুরোপুরি ফিট হন এবং খেলতে চান, তাহলে তাঁকে দলে ফেরানোর কথা ভাববে বোর্ড। তবে বর্তমানে বোর্ডও চাইছে না তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে।
দেখুন আরও খবর: