ওয়েবডেস্ক- ইউনুসের ( Muhammad Yunus) পদত্যাগ নিয়ে জল্পনা অবসান! বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের (Bangladesh Interim Government) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস আপাতত পদত্যাগ করছেন না। ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন ইউনুস। বৈঠক শেষে বেরিয়ে এসে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, ইউনুস এবং অন্য সকল উপদেষ্টাই স্বপদে বহাল থাকছেন। কেউ পদত্যাগ করছেন না। এমনটাই দাবি বাংলাদেশের সংবাদপত্রে।
বাংলাদেশের সময় অনুযায়ী, বেলা ১২ টা ২০ মিনিট নাগাদ ঢাকার শেরে বাংলা নগরের এনইসি কনফারেন্স কক্ষের রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। প্রায় দুঘণ্টা ধরে বৈঠক চলে। বৈঠক শেষে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই থাকবেন। অন্য উপদেষ্টারাও থাকবেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা পালন করতে এসেছি। তবে এদিন বৈঠক শেষ হওয়ার আগে কক্ষ ত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রিজওয়ানা ইউনুসের পদত্যাগ সংক্রান্ত কোনও মন্তব্য করেননি। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রিজওয়ানা বলেন, সাধারণ নির্বাচন নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে, বাংলাদেশে আর কী কী সংস্কারের প্রয়োজন তা নিয়েও কথা হয়েছে।
আও পড়ুন- ভারত নয়, ‘সিন্ধু জল চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানই’, রাষ্ট্রসংঘে হুঙ্কার ভারতের
বৃহস্পতিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা তথা রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন ইউনুস পদত্যাগের কথা ভাবছেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি বলে জানান নাহিদ ইসলাম। নাহিদ আরও জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে ইউনুস কাজ করতে পারছেন না বলে তাঁকে জানান।
তার পরেই আজকে রুদ্ধদ্বার বৈঠক, যে বৈঠকের পূর্ব নির্ধারিত ছিল না।
উল্লেখ্য, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়। সেই রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক দল, গোষ্ঠী ও সেনাবাহিনীর ঐকমত্যের ভিত্তিতেই অধ্যাপক ইউনুসকে প্রধান উপদেষ্টা করে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল।
দেখুন আরও খবর-