ওয়েবডেস্ক- প্রথম কলকাতা (Kolkata Drone), তার পর গঙ্গাসাগর (Gangasagar Drone) , তার পর মুর্শিদাবাদের (Murshidabad) পর এবার বসিরহাটের হাসনাবাদে (Basirhat, Hasnabad) রাতের আকাশে ড্রোনের দেখা মিলেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, উত্তর ২৪ পরগনার হাসনাবাদ সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দারা রাতে আকাশে আলোকজ্জ্বল কিছু বস্তু উড়তে দেখে। তাদের দাবি, এগুলো বাংলাদেশি ড্রোন। ঘটনাস্থলে যায় পুলিশ ও বিএসএফ। হাসনাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের কাটাখাল এলাকার ঘটনা।
জানা গেছে, কাটাখাল সেতুর উপর বেশ কয়েকজন যুবক বসে সন্ধ্যার দিকে কথাবার্তা বসেছিলেন। ঠিক সেইসময় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা যুবকরা সেই দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করে। তাদের দাবি আরও দুটি ড্রোন বাংলাদেশের দিক থেকে ভারতে আসে। ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানা ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ, স্থানীয় বিএসএফ ও ক্যাম্পের বিএসএফ জওয়ানরা। পুলিশ এবং বিএসএফ উভয় পক্ষ থেকে পুরো বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এগুলি বাংলাদেশের ড্রোন কি না, কেন এখানে এল, পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন- এবার ড্রোন আতঙ্ক মুর্শিদাবাদের নবগ্রামে, চাঞ্চল্য কিরীটেশ্বরী এলাকায়
ভারত উত্তেনার আবহে ‘অপারেশন সিঁন্দুর’ অভিযান চালায় ভারত। ভারতের প্রত্যাঘাতের জবাবে পাকিস্তান তাদের আক্রোশ মেটাতে পর পর ড্রোন পাঠায় । এমনকী ধর্মীয় স্থান লক্ষ্য করেও ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল ভারত।
গত সোমবার কলকাতায় রাতের আকাশে একাধিক ড্রোন দেখতে পাওয়া যায়। ভিক্টোরিয়া থেকে ব্রিগেডের উপর দিয়ে এই সব ড্রোন উড়তে দেখা যায়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে লালবাজার। তার পরে গঙ্গাসাগরে এই একই দৃশ্য ধরা পরে। মুর্শিদাবাদের নবগ্রামের (Navagram) কিরীটেশ্বরী এলাকায় রাতের আকাশে ড্রোন দেখতে পাওয়া যায়। এই রহস্যময় ড্রোন নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন আরও খবর-