ওয়েবডেস্ক: বিলেত ফেরত। স্বাধীনতার আগে থেকেই সেসব ছাত্র ছাত্রীদের আলাদা সম্মান ছিল। তাঁরা বিশেষ ডিগ্রির কৃতিত্ব অর্জন করে ফিরেছেন। ইংল্যান্ডের অক্সফোর্ড, কেমব্রিজের সঙ্গে আমেরিকার যে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক আঙিনায় অন্যতম শীর্ষস্থানে প্রতিষ্ঠিত তাঁর নাম হার্ভার্ড। এখন ১৪০ টি দেশের ছাত্র ছাত্রীরা এখানে পঠন পাঠন করেন। অনেক বিদেশি ছাত্র ছাত্রী পরবর্তীতে সেখানে শিক্ষকতার সঙ্গেও যুক্ত হন। ইতিহাসবিদ তথা প্রক্তন তৃণমূল সাংসদ সুগত বসুও হার্ভার্ডে অধ্যাপনার সঙ্গে যুক্ত। আচমকাই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা প্রশাসন ঘোষণা করেছে, হার্ভার্ডে কোনও আন্তর্জাতিক পড়ুয়া ভর্তি নেওয়া যাবে না। যে ঘোষণায় বিশ্বজুড়ে হইচই পড়েছে। আপ সাংসদ তথা অভিনেত্রী পরিণীতা চোপড়ার স্বামী রাঘব চাড্ডা হার্ভার্ডের টি শার্ট পড়ে প্রতিবাদ করলেন। তিনি হার্ভার্ডের প্রাক্তন ছাত্র। অ্যাকাডেমিক ফ্রিডমের দাবি তুলেছেন তিনি। বৃহস্পতিবার আমেরিকা প্রশাসন ওই সিদ্ধান্তের কথা জানায়। যদিও পরে আমেরিকার আদালত তা সাময়িক স্থগিতাদেশ দিয়েছে।
রাঘব চাড্ডা টি শার্ট পরে ছবি দিয়ে এক্স হ্যান্ডলে লিখেছেন, আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রীর পাশে দাঁড়াচ্ছি। যাঁদের স্বপ্ন ও ভবিষ্যত হুমকির মুখে রয়েছে। অ্যাকাডেমিক স্বাধীনতা ও আন্তর্জাতিক সমন্বয় রক্ষা করতে হবে।
আরও পড়ুন: ঝাড়খণ্ডে মাওবাদীদের শীর্ষ নেতা নিকেশ, সতর্ক পশ্চিমবঙ্গ পুলিস
আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির বক্তব্য, আমেরিকা বিরোধী, জঙ্গিদের সমর্থনে বিক্ষোভ করতে দেওয়া হয় হার্ভার্ডে। ইহুদি পড়ুয়াদের উপরে ক্যাম্পে হামলা হয়। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে হার্ভার্ডের যোগাযোগের অভিযোগও তোলা হয়েছে। এর আগে হার্ভার্ডকে অর্থ সাহায্য বন্ধ করে দেওয়া হয়। তবে এই নিয়ে আদালত আমেরিকা প্রশাসনের ওই সিদ্ধান্তে সাময়িক স্থগিতাদেশ দিলে ট্রাম্প বিবৃতিও দিয়েছেন। তিনি জানিয়েছেন, আমরা অনেক জিনিসের উপর লক্ষ্য রাখব। হার্ভার্ডের জন্য বিলিয়ন ডলার খরচ হয়েছে। তিনি এটাকে অযথা খরচ বলেও জানিয়েছেন। উল্লেখ্য, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ৮২৪ জন ভারতীয় ছাত্র ছাত্রী পঠন পাঠন করেন।
দেখুন অন্য খবর: