কলকাতা: নববধূর নতুন জীবনের কাহিনী তুলে ধরতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়(Subhashree Gangopadhya) অভিনীত ছবি ‘গৃহপ্রবেশ'(Griha Pravesh) আগামী ১৩ই জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে(13 June will be Released)। ইন্দ্রনীল দাশগুপ্ত(Indranil Dasgupta) পরিচালিত এই ছবির টিজার সম্প্রতি মুক্তি পেল। গতকাল সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী নিজেই এই টিজার পোস্ট করেছেন।ছবিতে শুভশ্রী ছাড়া কৌশিক গঙ্গোপাধ্যায়(Kaushik Ganguly),সোহিনী সেনগুপ্ত(Sohini Sengupta),রুদ্রনীল ঘোষ(Rudranil Ghosh) অভিনয় করেছেন।
আরও পড়ুন:‘হেরাফেরি ৩’: অক্ষয়কে সুদ সমেত অগ্রিম টাকা ফেরালেন পরেশ রাওয়াল! কত টাকা পারিশ্রমিক ছিল!
পোস্টারে দেখা যাচ্ছে আলতা রাঙ্গা একটা পা দুধে-আলতার থালায় পড়তে চলেছে। নববধূর গৃহপ্রবেশের এই দৃশ্য সকলের কাছেই খুব পরিচিত। অনেক ইচ্ছে আর ভবিষ্যতের ভাবনা এবং অনেক স্বপ্ন জড়িয়ে থাকে এই একটা দৃশ্যের মধ্যেই।
ছবিতে এই নববধূর চরিত্রে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। নববধূর সাজে যথেষ্ট মানিয়েছে শুভশ্রীকে।
সমস্ত দায়িত্ব পালন করলেও যার হাত ধরে এই বাড়িতে আসা কোনদিন তার সঙ্গ পায়নি সে। তবুও সম্পর্কের পিছুটান ছেড়ে ছিটকে চলে যাওয়া সম্ভব নয় তা বুঝিয়ে দিল এই টিজার। তিনি লিখেছেন,’যে বাড়ির প্রতি দেয়ালে প্রতি কোণে জমে থাকে সম্পর্কের খুঁটিনাটি,ভালোবাসা নানান অনুভূতি-তেমনি চার দেয়ালের মাঝে আমাদের গৃহপ্রবেশ রইল আপনাদের সবার আমন্ত্রণ ‘।