ওয়েব ডেস্ক: ‘হেরা ফেরি ৩'(Hera pHERI 3) নিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন অভিনেতা পরেশ রাওয়াল(Paresh Rawal)। জনপ্রিয় এই ছবির সিকুয়ালেও(Sequel) অভিনয় করার জন্য অগ্রিম টাকা নিয়ে চুক্তি ভঙ্গ করে প্রোজেক্ট থেকে সরে দাঁড়ানোর কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। আর সেখানেই অক্ষয় কুমারের(Akshay Kumar) সঙ্গে তার বিবাদ তৈরি হয়। বিতর্কের জেরে অক্ষয় কুমার ব্যাপারটি কোর্টে নিয়ে যাবার হুমকি দিয়েছিল।
আরও পড়ুন:তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আমির খানের ছবি! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ
কিন্তু এখন জানা যাচ্ছে পরেশ রাওয়াল সৌহার্দ্যপূর্ণভাবে ব্যাপারটি নিষ্পত্তি করে নিতে এগিয়ে এসেছেন। তিনি নাকি ১৫ শতাংশ সুদ সমেত অগ্রিম নেওয়া ১১ লক্ষ টাকা ফেরত দিয়ে দিয়েছেন।
প্রসঙ্গত, ২০০০ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমার,সুনীল শেট্টি, পরেশ রাওয়াল অভিনীত ‘হেরাফেরি’ ছবিটি ছিল ব্লকবাস্টার। এরপর বহু প্রতীক্ষিত ‘হেরাফেরি ৩’ বারংবার শুটিং শুরু হওয়ার কথা শোনা গেলেও তা শুরু হয়নি। ছবিতে অত্যন্ত জনপ্রিয় চরিত্র ‘বাবু ভাইয়া’ হিসেবে দেখা দিয়েছিলেন পরেশ রাওয়াল।
সম্প্রতি তিনজনকে নিয়ে ছবির প্রোমো শুটিং হয়ে যাবার পর অনুরাগী দর্শকরা নিশ্চিত হয়েছিলেন যে এবার ছবিটি হতে চলেছে। কিন্তু তারপরেই বাধ সাধলেন পরেশ রাওয়াল। যা নিয়ে শুরু হয়েছিল সাম্প্রতিক নতুন বিতর্ক। সবকিছু ঠিকঠাক হয়ে যাবার পর অগ্রিম নিয়ে চুক্তি স্বাক্ষর করে পরেশ রাওয়ালের ছবি থেকে সরে দাঁড়ানো কোনভাবেই মেনে নিতে পারেননি অক্ষয় কুমার। তাই পরেশের বিরুদ্ধে মামলা করছেন বলে হুমকি দিয়েছিলেন তিনি।
এখন জানা যাচ্ছে পরেশ এই ছবির জন্য স্বাক্ষরের অর্থ মূল্য ফেরত দিয়ে দিয়েছেন। নির্মাতাদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি এই ছবির আর অংশ হতে চান না।
ছবিটির নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্রে খবর, পরেশ রাওয়াল এই ছবির জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক পেতেন। চুক্তি অনুযায়ী ছবি মুক্তির এক মাস পর বাকি ১৪.৮৯ কোটি টাকা পাওয়ার কথা ছিল পরেশ রাওয়ালের। সূত্রের খবর চুক্তির এই অংশ পরেশের নাপসন্দ ছিল।
আগামী বছর থেকে ‘হেরা ফেরি ৩’র শুটিং শুরু হতে চলেছে বলে খবর। ২০২৭ সালে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এই শর্তাবলী সম্ভবত পরেশের ভালো লাগেনি। আর তাই অভিনেতা আকস্মিক ছবি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর তাতেই তাঁর এবং অক্ষয় কুমারের মধ্যে সম্পর্কে চিড় ধরে।