নদিয়া: রানাঘাট পুরসভা (Ranaghat Municipality) পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র থেকে এক প্রসূতি মহিলাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ (Expired Medicine) দেওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। আর এবার সেই ঘটনায় এক নয়া মোড়। স্বাস্থ্য দফতর এবার সাফ জানিয়ে দিল মেয়াদ উত্তীর্ণ ওষুধের যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করা হয়, সেই ওষুধের ব্যাচ নম্বরের ওষুধ গত চার বছরে নদিয়া জেলার (Nadia District) কোথাও সরবরাহ করা হয়নি। ঘটনায় সম্পূর্ণ রিপোর্ট দিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে রানাঘাট পুলিশ প্রশাসনের (Ranaghat Police) দ্বারস্থ হচ্ছে পুরসভা। যদিও পাল্টা পুরসভাকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী দল বিজেপি (BJP)। যার জেরে শুরু শাসক-বিরোধী তর্জা।
এমন মন্তব্যের জেরে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এই অভিযোগের পিছনে পুরসভাকে কালিমালিপ্ত করতে কোনও চক্রান্ত চলছে? শুক্রবার এক সাংবাদিক সম্মেলন (Press Meet) করে এমনই আশঙ্কা প্রকাশ করলেন রানাঘাট পুরসভার চেয়ারম্যান। ঘটনার সম্পূর্ণ রিপোর্ট দিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে রানাঘাট পুলিশ প্রশাসনের দ্বারস্থ হচ্ছে পুরসভা।
আরও পড়ুন:নীতি আয়োগের বৈঠক বয়কট তৃণমূলের
সূত্রের খবর, রানাঘাটের বাসিন্দা এক যুবক অভিযোগ করেন, ৭ মে তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে রানাঘাট পুরসভা পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রে চেকআপ করাতে গেলে সেখান থেকে তাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়। গত ২০ মে ওই যুবক বিষয়টি রানাঘাট পুরসভাকে লিখিত ভাবে জানালে গোটা বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেয় পুরসভা। অভিযোগ, এই বিষয় প্রকাশ্যে আসতেই রানাঘাট জুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। বিষয়টিকে সামনে রেখে বিজেপি আন্দোলন শুরু করলে তৃনমূলের সঙ্গে গন্ডগোলও বাঁধে।
আর শুক্রবার তারই পরিপ্রেক্ষিতে রানাঘাট পুরসভায় একটি প্রেস মিট (Press Meet) আয়োজন করে রানাঘাট পুরসভা (Ranaghat Municipality)। সেই প্রেস মিটে পুরসভা দাবি করে, গত ৭ মে ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে মোট ১০ জনকে ওষুধ দেওয়া হলেও শুধুমাত্র ১ জন বাদে সকলের ওষুধ সঠিক ছিল। পাশাপাশি, জেলার সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নদিয়া জেলা স্বাস্থ্য দফতর থেকে সমস্ত ওষুধ সরবরাহ করা হয়। তাদের তরফে পুরসভাকে জানিয়ে দেওয়া হয়, যে ওই ব্যাচ নম্বরের ওষুধ গত চার বছরে নদিয়ার কোথাও সাপ্লাই করা হয়নি। উল্লেখ্য, সেই রিপোর্টের প্রেক্ষিতেই এবার প্রশ্ন উঠছে, তবে কি উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্র করে এই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে? যদিও পুরসভার পুরপ্রধান এবং পুরসভাকে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় রাজ্যের বিরোধী দল বিজেপির সামনে। তারা স্পষ্ট জানাচ্ছেন, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে রানাঘাট পুরসভার পুরপ্রধান প্রসাদদেব বন্দ্যোপাধ্যায় ও তার পরিষদ।
দেখুন অন্য খবর