ওয়েব ডেস্ক: আইপিএল (IPL 2025) শেষ হলেই ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। ইতিমধ্যে ইংরেজদের বিরুদ্ধে লাল বলের সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এর মাঝেই ভারতীয় ক্রিকেট শিবিরে এল দুঃসংবাদ। কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের সব ম্যাচে নাও খেলতে পারেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সম্প্রতি বুমরা জানিয়েছেন যে, তিনি ইংল্যান্ডে (England) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনটির বেশি ম্যাচ খেলতে পারবেন না। এই তথ্য প্রকাশ্যে এনেছে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’।
কয়েকমাস আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্টে খেলেছিলেন বুমরা। তবে সিরিজের শেষ টেস্টে চোট পান তিনি। সেই চোটের কারণে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের জার্সি গায়ে মাঠে নামতে পারেননি। শুধু তাই নয়, আইপিএলের শুরুতেও বুমরাকে পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। তবে দীর্ঘ চোট-পর্ব কাটিয়ে আইপিএল-এর ফিরেছেন ভারতের এই তারকা পেসার। এরপর তাঁর শরীর টানা পাঁচটি টেস্ট খেলার ধকল নিতে পারবে না বলে জানিয়েছেন বুমরা। সেই কারণেই তিনি আসন্ন সিরিজে সীমিত সংখ্যক ম্যাচ খেলতে চান।
আরও পড়ুন: ইংল্যান্ড সফরে সুযোগ পেল বৈভব সূর্যবংশী!
উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরে বোলিং আক্রমণের নেতৃত্বে ছিলেন বুমরা। রোহিত শর্মা অনুপস্থিত থাকায় প্রথম ও শেষ টেস্টে দলের অধিনায়কত্বও সামলান তিনি। তবে রোহিতের টেস্ট থেকে অবসরের পরেও বুমরাকে ইংল্যান্ড সিরিজে অধিনায়ক করা হচ্ছে না বলেই সূত্রের খবর। কারণ হিসেবে ধরা হচ্ছে তাঁর সবকটি ম্যাচে অনুপস্থিত থাকার সম্ভাবনাকেই।
এই অবস্থায় ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে উঠে আসছে শুভমন গিলের নাম। যদিও এখনও পর্যন্ত টেস্ট দলে অধিনায়কত্বের অভিজ্ঞতা নেই তাঁর। তবে সাদা বলের ফরম্যাটে তিনি সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন। যদি গিল টেস্টে নেতৃত্ব পান, তাহলে সহ-অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ঋষভ পন্থকে। দু’জনেই এর আগে ভারতের টি-২০ দলের নেতৃত্ব দিয়েছেন এবং টেস্ট দলে তাঁরা নিয়মিত সদস্য।
দেখুন আরও খবর: