Placeholder canvas
কলকাতা রবিবার, ২৫ মে ২০২৫ |
K:T:V Clock
Aajke | সিঁদুর নিয়ে দু’ চার কথা, যা মোদিজি জানেন না
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  রাতুল বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫, ০৪:৪৫:৩৫ পিএম
  • / ১০ বার খবরটি পড়া হয়েছে
  • রাতুল বন্দ্যোপাধ্যায়

এমনিতে বাজার চলতি সিঁদুর হয়, মারকিউরিক অক্সাইড, না হলে লেড অক্সাইড দিয়েই তৈরি আর দুটোই শরীরের জন্য এক্কেবারে ভালো নয়। আমাদের ঠাকুমা দিদিমাদের চওড়া করে যৌবনে ল্যাপটানো সিঁদুর বয়স হলেই সিঁথির চুল ফেলে দিত, হ্যাঁ ঠাকুমা দিদিমাদের ছবি দেখলেই বুঝতে পারবেন। কিন্তু সেও তো যাকে বলে এক্সটারনাল ইউজ, বাহ্যিক ব্যবহার। কিন্তু মোদিজি জানিয়েই দিয়েছেন ওনার শিরায় শিরায় সিঁদুর। শিরায় শিরায় রক্ত, আমরা দেবের ভক্ত মানে অভিনেতা দেবের ফ্যান ফলোয়াররাও জানে যে, শিরায় শিরায় সিঁদুর নয়, রক্ত বয়। আমাদের প্রধানমন্ত্রীর এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে তো সেই তথ্য ছিল না কাজেই সাফ জানিয়ে দিয়েছেন তাঁর শিরায় ধমনীতে সিঁদুর বইছে। তো এসব কথা আগলে পাগলে ছাগলে বললে পাত্তাও দিতাম না, কিন্তু উনি আমাদের প্রধানমন্ত্রী, হ্যাঁ আমি চাই বা না চাই, উত্তর মেরুর পেঙ্গুইনও যদি আমায় জিজ্ঞেস করে আপনার দেশের প্রধানমন্ত্রী কে? আমি বলতে বাধ্য যে হি ইজ নন আদার দ্যান মিঃ নরেন্দ্রভাই দামোদর দাস মোদি, যাঁর জন্ম মায়ের কোলে নয়, যিনি স্বয়ং ইশ্বর প্রেরিত দূত, জানা গেল তাঁর শিরায় ধমনীতে রক্ত নয় সিঁদুর বহমান, সেই তিনিই আমাদের প্রধানমন্ত্রী। যিনি বিশ্বাস করেন থালা বাজালে ভাইরাস মরে যায়, যিনি বিশ্বাস করেন হাতির মাথা কেটে গণেশের মাথায় লাগানোটাই দুনিয়ার প্রথম প্লাস্টিক সার্জারি, যিনি এমএ করেছেন এবং তারপরে জানা গেছে যে কেবল এমএ নয় তিনি বিএ পাশও করেছেন। সেই তিনি জানালেন তাঁর মাথা ঠান্ডা, কিন্তু রক্ত গরম, আর তাঁর শিরায় শিরায় বইছে সিঁদুর, সেটাই বিষয় আজকে, সিঁদুর নিয়ে দু’ চার কথা, যা মোদিজি জানেন না।

মোদিজির সংস্কৃত জ্ঞান আমরা জানি এবং তা নিয়ে সর্বসাধারণের মধ্যে কথা বলা সম্ভব নয়, কিন্তু মোদিজি সম্ভবত সিঁদুর দানের যে মন্ত্র তা একদা পড়ে থাকলেও মানে জানেন না, ওঁ শিরোভূষণ সিন্দুরং ভর্তারায়ু বিবর্ধনং। সর্বারত্নাকরং দিব্যং সিন্দুরং পতিগৃহ্যতাম্।। “হে সিঁদুর, তুমি আমার মাথার অলঙ্কার। তুমি আমার স্বামীর আয়ু বৃদ্ধি করো। তুমি সব রত্নসম, দিব্য সিঁদুর, যা আমার স্বামীকে গ্রহণ করা উচিত।”

আরও পড়ুন: Aajke | অভিষেক বিদেশে যাচ্ছেন, তাতে কার কার গায়ে ফোসকা

আজ্ঞে হ্যাঁ, আমাদের মোদিজির শিরায় ধমনীতে যা বইছে তা গুজরাতের এক রমণী রোজ সিঁথিতে লাগান এবং এই কামনা করেন। ছোট জামাই নগেন্দ্রনাথকে রবীন্দ্রনাথ লিখেছিলেন “সিঁদুর বা আলতা পরাকে আমরা বাহ্য সৌন্দর্য হিসেবে দেখি না। কিন্তু মেয়েদের সিঁদুর পরার মধ্যে স্বামীর প্রতি যে মঙ্গলইচ্ছা চিরদিন এদেশে প্রকাশ পাইয়া আসিয়াছে তাহার কোমলতা ও কাব্যরস আমাদের মনকে আকর্ষণ করে। আমাদের দেশের স্ত্রীলোকের চিরন্তন আইডিয়ার সঙ্গে ওই সিঁদুর আলতা পরা জড়িত হইয়া আছে।” সেই সিঁদুরের কথা আছে কিনু গোয়ালার গলিতে, সেই বধূর কথা, যাকে মুক্তি দিয়েই সে পালিয়েছিল বিয়ের আগেই, যে বধূ তাঁর মনেই থেকে গেছে, এ গান যেখানে সত্য অনন্ত গোধূলিলগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী; তীরে তমালের ঘন ছায়া; আঙিনাতে যে আছে অপেক্ষা ক’রে, তার পরনে ঢাকাই শাড়ি , কপালে সিঁদুর। কিন্তু কবিতা সাহিত্যে সিঁদুর যতই সুন্দর হয়ে উঠুক না কেন, আদতে সিঁদুর এক যুগ যুগ ধরে বয়ে চলা সাংস্কৃতিক নৃতত্ত্ব ভিন্ন কথা বলে। বিশেষজ্ঞদের মতে, লাল বর্ণের সিঁদুর কপালে ধারণ করার অর্থ জড়িয়ে রয়েছে আদিম উর্বরাশক্তির উপাসনার মধ্যে। হিন্দু ধর্ম বলে আজ যা পরিচিত, তার উৎস এক গোষ্ঠীবদ্ধ আদিবাসী সমাজে। সেখানে তারা গাছ, পাথর, মাটি ইত্যাদিকে প্রাকৃতিক শক্তির প্রতীক বলে মনে করত। আর তাদের কাছে লাল রং ছিল সৃষ্টির প্রতীক। সেই আদিম কাল থেকেই লাল সিঁদুরকে ভারতীয়রা বেছে নেন তাদের একান্ত প্রসাধন হিসেবে। বিবাহিতা মহিলাদের ললাটে সিঁদুর তাদের সন্তানের জন্ম দিতে পারে, সেটাই বোঝায়, তার বেশি কিছু নয়। মানব সমাজ এক সময়ে ছিল মাতৃতান্ত্রিক। নারী ছিল যৌন স্বাধীন। বিবাহ প্রথা ছিল না। পরে সম্পদ তৈরি হল, পিতৃতন্ত্র ক্ষমতা দখল করল তখন উত্তরাধিকারের স্বার্থে বিবাহ প্রথা সৃষ্টি করে নারীকে যৌন পরাধীন করা হল। কোনও এক পুরুষের নির্দিষ্ট নারী বলে চিহ্নিত করা হল। মুক্ত নারীকে সমাজের সামনে বিশেষ কারও নির্দিষ্ট চিহ্নিত করতে চিহ্ন দেওয়ার প্রয়োজন পড়ে। তাতে সামাজিক অনর্থ ঠেকানো যায়। শরীরে চিহ্ন এঁকে তার চেতনায় প্রবেশ করিয়ে দেওয়া হল যে সে আর বহুগামী নয়। কোনও এক পুরুষের জন্য নির্দিষ্ট। স্বামীর মঙ্গল কামনা করতে করতে রোজ সিঁদুর পরতে পরতে তার চেতনা যাতে একগামী হয়ে পড়ে। আর হ্যাঁ, তাই আজ থেকে বছর ৫০-৬০ আগেও যে সিঁদুর নিয়ে যাত্রাপালা হলে মানুষ চোখের জল ফেলতে ফেলতে দেখত, তা উবে গেছে। না, মোদিজি এগুলো জানেন না, মধ্যযুগীয় চিন্তা চেতনা নিয়ে বেড়ে ওঠা এক মানুষের পক্ষে তা সম্ভবও নয়, কিন্তু তাই বলে রক্তের বদলে সিঁদুর? সে তো কেলেঙ্কারি। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে মোদিজি একসময়ে বলেছিলেন, তাঁর জন্ম মায়ের গর্ভে নয়, তিনি বলেছিলেন তিনি ইশ্বরের প্রেরিত দূত, এবারে জানালেন যে তাঁর শিরায় ধমনীতে বইছে সিঁদুর। আপনারা কী বলবেন?

আমার এক পরিচিত ডাক্তার আছেন, ডঃ সিদ্ধার্থ গুপ্ত, আমি তাঁকে যোগাযোগ করেছিলাম, ডাক্তারি নিয়েই থাকেন, এসব রক্তে সিঁদুর ইত্যাদি বাওয়াল তাঁর কানে পৌঁছয়নি, তো জিজ্ঞেস করেছিলাম যে শিরায় যদি সিঁদুর ঢুকে যায় তাহলে কী হবে? তিনি তো টেনসড, সে কী, কার হল, ইমিডিয়েট হসপিটালাইজ করতে হবে, কিডনি ফেলিওর হবে, বা হার্ট অ্যাটাক হবে। খেয়েছে নাকি? খেলে মানে খুব কম পরিমাণ পেটে গেলে খুব একটা কিছু হবে না, কিন্তু রক্তে ঢুকল কী করে? লোকটি কি উন্মাদ? আমি আর কিছু বলিনি, রেখে দিয়েছি। হ্যাঁ, সিঁদুরে হেভি মেটাল থাকে, লেড, মার্কারি যা সাংঘাতিক কাণ্ড ঘটাতে পারে, কিন্তু ওই যে হোয়াট ফুলস রাশ ইন হোয়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড, বুদ্ধিমানেরা যেখানে পা দিতেও ভয় পায়, বোকারা সেখানে ঝাঁপায়, আমাদের প্রধানমন্ত্রী তো ঝাঁপাবেনই, তাই শিরায় রক্তের বদলে সিঁদুর। ভগবান সব্বার মঙ্গল করুন, অবশ্য ভগবান যা করেন সবই তো মঙ্গলের জন্য।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জ্যোতির মতোই কর্মকাণ্ড ! এবার গ্রেফতার গুজরাটের স্বাস্থ্যকর্মী
রবিবার, ২৫ মে, ২০২৫
এই জিনিসটি সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না ভোটাররা, নির্দেশিকা নির্বাচন কমিশনের
শনিবার, ২৪ মে, ২০২৫
কানে আলিয়ার লুকে মুগ্ধ করিনা
শনিবার, ২৪ মে, ২০২৫
আচমকা সিদ্ধান্ত ! ভারতের সঙ্গে প্রতিরক্ষা খাতে চুক্তি বাতিল বাংলাদেশ সরকারের
শনিবার, ২৪ মে, ২০২৫
ভারত বিরোধী কার্যকলাপের আশঙ্কা, জম্মু কাশ্মীরের ডোডায় বন্ধ ইন্টারনেট পরিষেবা
শনিবার, ২৪ মে, ২০২৫
দীপিকার যাচ্ছেতাই চাহিদা! এ কী করলেন পরিচালক?
শনিবার, ২৪ মে, ২০২৫
ব্রাত্য KKR, ইংল্যান্ড সফরে IPL-এর কোন দল থেকে কতজন ক্রিকেটার?
শনিবার, ২৪ মে, ২০২৫
ফের পুলিশের উর্দি চুরি করে ‘দাদাগিরি’
শনিবার, ২৪ মে, ২০২৫
আগামী সপ্তাহে টানা ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে-কোন কোন জেলায়?
শনিবার, ২৪ মে, ২০২৫
ইউনুসের উপদেষ্টার সহায়ক হয়ে ১০০ কোটির মালিক ছাত্র!
শনিবার, ২৪ মে, ২০২৫
টিম ইন্ডিয়ার মতো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, বার্তা মোদির
শনিবার, ২৪ মে, ২০২৫
ইংল্যান্ড সফরে কেন শুভমন গিল অধিনায়ক? জেনে নিন আসল কারণ
শনিবার, ২৪ মে, ২০২৫
ষাটের দশকের ভারত ভেবে দাদাগিরি করতে গিয়ে ICU-তে যাওয়ার দশা পাকিস্তানের!
শনিবার, ২৪ মে, ২০২৫
রাজ্যে ফের করোনার থাবা, আক্রান্ত ২
শনিবার, ২৪ মে, ২০২৫
বিজেপি নেতা খুনের মামলায় এনআইএ-র হাতে গ্রেফতার মূল অভিযুক্ত
শনিবার, ২৪ মে, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team