নয়াদিল্লি: ব্রডকাস্টিং (Broadcasting) বা টিভি সম্প্রচারে ডুয়াল ট্যাক্সেশন (Dual Taxation) অর্থাৎ দ্বিমুখী কর আরোপকে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কেন্দ্রীয় সার্ভিস ট্যাক্সের (Central Service Tax) পাশাপাশি রাজ্য বিনোদন করও (Entertainment Tax) আরোপ করতে পারে বলে অভিমত দিল দেশের শীর্ষ আদালত।
বিচারপতি বিবি নাগরত্ন ও বিচারপতি এনকে সিংয়ের অভিমত, কেন্দ্র ও রাজ্য আরোপিত এই দুই ধরনের কর ব্রডকাস্টাররা অর্থাৎ সম্প্রচারকরা দিতে বাধ্য। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য আইনসভা এমন কর আরোপ করতে পারে। কারণ পরিষেবা ও বিনোদন দুটি আলাদা ক্ষেত্র।
আরও পড়ুন: এবার পাকিস্তানের অর্থনীতিতে স্ট্রাইক ভারতের?
১৯৯৪ সালের ফিন্যান্স আইন সংশোধনী সূত্রে ব্রডকাস্টিং পরিষেবায় কর আরোপের ব্যবস্থা রয়েছে। এই বিষয়টি শুধুমাত্র কেন্দ্রীয় তালিকাভুক্ত। অন্যদিকে বিনোদন সংক্রান্ত বিষয়টি লাক্সারি এবং রাজ্যের তালিকাভুক্ত বিষয়। ফলে কোনও ক্ষেত্রেই আইনি সমস্যা নেই।
বিভিন্ন হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই বিতর্কিত বিষয়ে ৩২১ প্রচার রায় ঘোষণা করেছে। যদিও মূল মামলাটি কেরালা রাজ্য বনাম এশিয়ানেট স্যাটেলাইট কমিউনিকেশনস লিমিটেডের। যে মামলায় রাজ্যের কর আরোপের নীতি বৈষম্যমূলক বলে দাবি করা হয়।
দেখুন অন্য খবর: