ওয়েবডেস্ক: এবার পাকিস্তানের অর্থনীতিতে (Pakistan Economy) স্ট্রাইক করবে ভারত? সূত্রের খবর, ভারত বিশ্বব্যাঙ্কের (World Bank) কাছে অনুরোধ করবে যাতে আগামী জুনে নির্ধারিত অর্থ সাহায্য পাকিস্তানকে যেন না দেওয়া হয়। জুনে বিশ্বব্যাঙ্কের তরফে ২০ বিলিয়ন প্যাকেজ অর্থ সাহায্য দেওয়ার কথা। একইসঙ্গে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সকে (Finacial Action Task Force) অনুরোধ করা হবে। যাতে পাকিস্তানকে ধূসর তালিকায় (Grey List) অন্তর্ভুক্ত করা হয়। ওই তালিকায় থাকলে পাকিস্তানে বাইরে থেকে আসা অর্থ সাহায্যে আরও নিয়ন্ত্রণ করা যাবে। যাতে তা সন্ত্রাসবাদী সংগঠনগুলির কাছে না যায়। উল্লেখ্য, ২০১৮ সালে জুন মাসে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় ছিল পাকিস্তান। তারপর পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে পদক্ষেপের প্রতিশ্রুতি দেয়। ২০২২ সালে অক্টোবরে ধূসর তালিকা থেকে ফের বাদ দেওয়া হয়।
উল্লেখ্য,গত ৯ মে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ১ বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮ হাজার ৫০০ কোটি টাকা অর্থ সাহায্য করে পাকিস্তানকে। পাকিস্তান ঋণের জালে জড়়িয়ে রয়েছে। সেই কথা বলে আন্তর্জাতিক ক্ষেত্র থেকে বারবার ঋণ নিয়েছে। দেখা যাচ্ছে সেই সব টাকায় সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য করছে পাকিস্তান। অপারেশন সিন্দুরে মৃত জঙ্গিদের পরিবারকে অর্থ সাহায্য করেছে পাকিস্তান।
আরও পড়ুন: সামনে ৯ রাজ্যের বিধানসভা ভোট, আজ বৈঠকে নির্বাচন কমিশন