কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) পরীক্ষার নিয়মে আসছে বড় পরিবর্তন। এসএসসিতে (SSC) ফিরছে পরীক্ষার্থীদের কার্বন কপি দেওয়ার নিয়ম। বাড়ানো হচ্ছে ওএমআর শিট সংরক্ষণের সময়সীমা। ওএমআর (OMR) স্ক্যান কপি সংরক্ষণের ক্ষেত্রে রয়েছে বিশেষ গুরুত্ব, জানাল শিক্ষা দফতর।
আরও পড়ুন: পঞ্চায়েত-পুরসভায় লাগামছাড়া ট্যাক্স! কড়া নির্দেশ নবান্নর
শিক্ষক নিয়োগের প্যানেলের মেয়াদ এক বছর থাকে। বিশেষ কারণবশত তা আরও ছ’মাস যাতে বৃদ্ধি করা যায় তার প্রস্তাব দিয়েছিল এসএসসি। ২০০৯ থেকে শিক্ষাকর্মীদের প্যানেলের মেয়াদ ছ’মাস বৃদ্ধি করা হলেও শিক্ষকদের প্যানেলের মেয়াদ ছিল এক বছর। ইন্টারভিউ ব্যবস্থাও বেশ কিছু পরিবর্তন আনছে সরকার, বলছে সূত্র।
প্রসঙ্গত, ইতিমধ্যে যাবতীয় প্রস্তাব খসড়া আকারে শিক্ষা দফতরে জমা দিয়েছে এসএসসি। আগামী সপ্তাহের মধ্যেই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা। স্বচ্ছতার সঙ্গে নিয়োগের উপর জোর দিয়েছে সরকার। ৩১ মে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের।
দেখুন আরও খবর: