স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদকে (Real Madrid) বিদায় জানালেন লুকা মদ্রিচ (Luka Modrić)। ব্যালন ডো’র জয়ী তারকা মিডফিল্ডার জানালেন, এই মরসুমের শেষে রিয়াল ছাড়বেন। আগামী শনিবার (২৪ মে) রিয়াল সোসিদাদের বিরুদ্ধে সান্তিয়াগো বার্নাবেউতে (Santiago Bernabeu) তাঁর শেষ ম্যাচ। মাঝমাঠে মদ্রিচের ‘পার্টনার’ টোনি ক্রুস (Toni Croos) আগের মরসুমেই বিদায় জানিয়েছিলেন, এবার ছোট চেহারার ক্রোয়েশিয়ানের বিদায়ে রিয়ালে এক অধ্যায়ের শেষ হল।
ইনস্টাগ্রাম হ্যান্ডলে মদ্রিচ লেখেন, “সময় এসেছে। এটা সেই মুহূর্ত যেখানে আমি কোনও দিন আসতে চাইনি, কিন্তু ফুটবল এমনই, এবং জীবনে সব জিনিসের শুরু আছে আবার শেষও আছে… শনিবার সান্তিয়াগো বার্নাবেউতে আমি আমার শেষ ম্যাচ খেলব। ২০১২ সালে আমি পৃথিবীর সেরা দলের জার্সি পরতে এবং বড় বড় সাফল্যের আকাঙ্ক্ষায় এসেছিলাম। কিন্তু তারপরে যা হয়েছে তা আমার কল্পনার বাইরে।”
আরও পড়ুন: আমিরশাহির কাছে সিরিজ হার, লজ্জার নয়া নজির বাংলাদেশের
মদ্রিচ আরও লেখেন, “রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আমাকে খেলোয়াড় এবং মানুষ হিসেবে পালটে দিয়েছে। ইতিহাসের সেরা ক্লাবের অন্যতম সফল যুগের অংশ হতে পেরে গর্বিত বোধ করি। এই ক্লাবকে, বিশেষ করে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, আমার টিমমেট, কোচদের, এবং সবাই যারা আমাকে সাহায্য করেছে, তাদের ধন্যবাদ জানাতে চাই।”
“এতগুলো বছরে আমি অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী হয়েছি, অসম্ভব মনে হওয়া প্রত্যাবর্তন, ফাইনালগুলো, সেলিব্রেশন, বার্নাবেউতে জাদুকরী রাত। আমরা সবকিছু জিতেছি, এবং আমি খুব খুব খুশি হয়েছি। তবে খেতাব এবং জয় ছাপিয়ে আমি সমস্ত রিয়াল মাদ্রিদ সমর্থকদের ভালোবাসা হৃদয়ে বহন করছি… আমি পরিপূর্ণ হৃদয়ে বিদায় নিচ্ছি। গর্ব, কৃতজ্ঞতা এবং অমোচনীয় স্মৃতি নিয়ে। ক্লাব বিশ্বকাপের পর আমি আর মাঠে এই জার্সি পরব না, তবে চিরকাল রিয়াল মাদ্রিদ ভক্ত হয়ে থেকে যাব।”
দেখুন অন্য খবর: