কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশের পর তৎপর নবান্ন (Nabanna) । এবার সাফ জানিয়ে দেওয়া হল, নবান্নের অনুমতি ছাড়া পঞ্চায়েত বা জেলা পরিষদ কোনও কর বা ফি সাধারণ মানুষের উপর ধার্য করতে পারবে না। এক্ষেত্রে অনুমতি নিতে হবে অর্থ দফতরের।
আরও পড়ুন: আর কয়েকঘণ্টার মধ্যে শুরু হবে প্রবল দুর্যোগ, কমলা সতর্কতা জারি কোন কোন জেলায়?
বৃহস্পতিবার রাজ্যের প্রত্যেক জেলাশাসক ও বিডিওদের নির্দেশিকা পাঠাল রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর। সম্প্রতি, বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদ বা পুরসভার বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ট্যাক্সের নাম করে সাধারণ মানুষের থেকে টাকা তুলছে। এই মুহূর্তে তা রীতিমতো জুলুমের পর্যায়ে পৌঁছেছে বলে খবর নবান্ন সূত্রে।
আরও জানা গিয়েছে, এই ধরনের ফি বা করের নামে অনুমতি ছাড়া টাকা তুললে তা সরকারি নির্দেশিকাকে অমান্য করে নেওয়া হচ্ছে বলে ধরা হবে। বিডিও, জেলা শাসকদের এই নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।
দেখুন আরও খবর: