ওয়েব ডেস্ক: দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া(Tamannaah Bhatia)কর্ণাটক সরকারের(Karnataka Government) একটি ব্র্যান্ডের সাবানের অ্যাম্বাসেডর হয়েছেন(Promote Mysore Sandal Soap)। সংশ্লিষ্ট সরকার তাকে দু বছরের জন্য ৬.২০ কোটি টাকায় চুক্তিতে নতুন মুখ হিসেবে নিযুক্ত করেছে। একজন অ-কন্নড় অভিনেত্রীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
আরও পড়ুন:রূপোলি জগত থেকে সুনীল কন্যা-আথিয়ার চটজলদি বিদায়!
ক্রমেই আঞ্চলিক ভাষা নিয়ে সুর চরাচ্ছে কর্ণাটক। ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নেমেছেন রাজ্যের মন্ত্রী। প্রসঙ্গত, কন্নড় ভাষায় গান গাওয়ার জোর জুলুমের প্রতিবাদ করে কর্নাটক ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই সমালোচিত হয়েছেন সর্বভারতীয় গায়ক সনু নিগম। সাম্প্রতিক এই ঘটনার পর কর্নাটকের এসবিআই কর্মীর কন্নড় বলায় আপত্তি ঘটনা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
প্রসঙ্গত, এবার রোষানলে পড়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। মহীশূর স্যান্ডেল সাবানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অর্থাৎ বিজ্ঞাপন-দূত হিসেবে দক্ষিণী সুন্দরী অভিনেত্রীকে বেছে নেওয়ায় যথেষ্ট প্রতিক্রিয়া দেখা গেছে সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দাদের মধ্যে। সোশ্যাল মিডিয়াতে সেই বিক্ষোভের ঝড়ের আঁচ অনুভব করা যাচ্ছে। সমালোচনার তীরবিদ্ধ হচ্ছে কংগ্রেসের সিদ্দারামাইয়ার সরকার। প্রতিবাদের চড়া সুর এমন জায়গায় পৌঁছেছে যে মুখ খুলতে বাধ্য হয়েছেন কর্নাটকের শিল্প বাণিজ্যমন্ত্রী এম বি পাতিল। শিল্পমন্ত্রী পাতিল তীব্র প্রতিক্রিয়ার মধ্যে সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন।মাত্র ১৮ শতাংশ বিক্রি হয় এই সাবান কর্নাটকে ।
এর আগে প্রথমবার মহীশূর স্যান্ডেল সাবানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার এমএস ধোনি। প্রসঙ্গত, ১৯১৬ সাল থেকে এই সাবান টির একটি দীর্ঘ ইতিহাস রয়েছে।
সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দাদের দাবি, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির কোনও নায়িকাকে না বেছে কেন তামান্নাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল?
অনেকে আবার কন্নড় অভিনেত্রী রুক্মিণী বসন্তের নামও প্রস্তাব করেছেন।
দক্ষিণী সুন্দরীকে নির্বাচন করলে সেটা ভালো মনে নেয়নি কর্নাটকবাসীদের একাংশ।