কলকাতা: বিকাশ ভবনের সামনে রাস্তা জুড়ে আন্দোলন করা যাবে না। সেন্ট্রাল পার্কের (Central Park) সুইমিং পুল লাগোয়া অঞ্চলে চলবে চাকরিহারাদের (SSC Jobless Teachers Protest ) আন্দোলন। শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার এই মামলার শুনানিতে আদালতে চাকরিহারা শিক্ষকদের দু’জন শুনানিতে হাজির ছিলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh) বলেন, আপনাদের আন্দোলনের ফলে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আপনাদের জায়গা কে দিয়েছেন? নিজেরাই ওখানে গিয়ে করছেন। সেন্ট্রাল পার্কে করুন। আপনাদের কর্মসূচী নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই।
শুক্রবার বিচারপতি ঘোষ নির্দেশ দেন, কর্মসূচীতে একসঙ্গে ২০০ জন থাকতে পারবেন। ১০ জন আন্দোলনকারীর নাম পুলিশের কাছে জমা দিতে হবে। জমায়েত নিয়ে পুলিশের তাঁদের সঙ্গে সম্পর্ক রাখবে। পাশাপাশি পুলিশকেও ‘ধীরে চলো’ নীতি নেওয়ার পরামর্শ দিয়েছে আদালত। যাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। একই সঙ্গে আদালত রাজ্যকে খাওয়ার জল, শৌচালয় থেকে শুরু করে প্রয়োজনীয় সব বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে। চাকরিহারাদের উদ্দেশে বিচারপতি ঘোষ বলেন, ১০ জনের নাম পুলিশকে দিয়ে দিন। ১২ ঘণ্টা করে কর্মসূচি করুন।
আরও পড়ুন: আর কয়েকঘণ্টার মধ্যে শুরু হবে প্রবল দুর্যোগ, কমলা সতর্কতা জারি কোন কোন জেলায়?
চাকরিহারা শিক্ষকদের এক জন আদালতে বলেন, “৫০-১০০ জন নিয়ে আন্দোলন হয় না। ৪০০-৫০০ জন লোক লাগে। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, এত লোক নিয়ে কর্মসূচি হলে অসুবিধা হবে। বিচারপতির মন্তব্য, “আপনারা ওখানে যা করছেন, আদালতে তা করবেন না। রাজ্যকেও মানবিক ভাবে বিষয়টি দেখতে হবে। কারও বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। যে সব চাকরিহারা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তাঁদের বিরুদ্ধে তদন্ত চললেও কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলেও নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এ দিন আদালত জানিয়েছে, সেন্ট্রাল পার্কের সুইমিং পুলের দিকে বিকাশ ভবনের উল্টোদিকে শিক্ষক-শিক্ষিকারা অবস্থান করতে পারবেন।
অন্য খবর দেখুন