ওয়েব ডেস্ক: এ বছরেই মা হয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেট্টির(Suniel Shetty) মেয়ে আথিয়া শেট্টি। মাতৃত্বকে যথেষ্ট উপভোগ করছেন আথিয়া। তিনি তার কেরিয়ার নিয়ে এক বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বলিউডের পর্দায় উঠতি অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। ২০১৫ সালে ‘হিরো'(Heo) ছবির মাধ্যমে তিনি বলিউডে পা রেখেছিলেন। বলিউডে তেমন ছাপ ফেলার আগেই নিজের কেরিয়ার থেকে সরে দাঁড়ালেন আথিয়া।
আরও পড়ুন:
এক সাক্ষাৎকারে সুনীল শেট্টি জানিয়েছেন যে আথিয়া তাকে বলেছে,’বাবা আমি আর অভিনয় করতে চাই না। আমি সিনেমা করতে আর আগ্রহী নই’। আর সেই জন্য আখিয়া কে স্যালুট জানিয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি। ‘মতিচুর চাকনাচুর’ অভিনেত্রী আরো নাকি বলেছেন, ‘আমি আর চাই না আমি ভালো আছি।’
প্রসঙ্গত, এই মুহূর্তে জমিয়ে মাতৃত্ব উপভোগ করছেন আথিয়া। সোশাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় তাঁর সুখী গৃহকোণের ছবি। স্বামী সন্তান নিয়ে এখন আথিয়ার ভরা সংসার। মেয়ের কিছু কিছু ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন আথিয়া। শুধু তাই নয়, মেয়ের এক মাস পূর্তি উদযাপনও করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে ভারতীয় দলের তারকা কেএল রাহুলের(KL Rahul) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আথিয়া। তবে আগে থেকেই তাঁর বলিউডের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। পাপারাৎজ্জিদের থেকে নিজেকে বাঁচিয়েই চলেন আথিয়া। মা হওয়ার পর পাকাপাকিভাবে বলিউডকে বিদায় জানালেন। মেয়ের এই সিদ্ধান্তে বলিউড অভিনেতা তথা বাবা সুনীল শেট্টির কোনও আক্ষেপ নেই। বরং মেয়ের এহেন সিদ্ধান্তে তিনি বেশ খুশি।