ওয়েবডেস্ক- শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত অমরনাথ যাত্রা (Amarnath Yatra) । প্রতিবার এই যাত্রা ঘিরে কড়া নিরাপত্তার বলয় থাকে। তবে এবছর পহেলগাম (Pahalgam Attack) হামলার আবহে শুরু হবে অমরনাথ যাত্রা। অতি সক্রিয় স্থানীয় প্রশাসন। ইতিমধ্যেই শীর্ষস্তরের নিরাপত্তা বৈঠক হয়েছে। সেখানে সাম্প্রতিক তম বিষয়গুলির উপর বাড়তি নজর দেওয়া হচ্ছে। কাশ্মীরের (Kashmir) গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নিরাপত্তাকর্মী মোতায়েন করা বিষয়ে বুধবারের বৈঠকে আলোচনা হয়েছে। কাশ্মীরের পুলিশ প্রধান ভিকে বিরদি (Police Chief VK Birdi) এই বৈঠকের সভাপতিত্ব করেন।
আগামী মাসে অমরনাথ যাত্রা এবং মহররম-সহ একাধিক অনুষ্ঠান আছে ৷ তার আগে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করল পুলিশ ৷ বৈঠকে অমরনাথ যাত্রা ২০২৫, মহরম ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলি যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় সেই নিয়ে বৈঠকে আলোচনা হয়। কাশ্মীর পুলিশের ডিজি ভিকে বিরদি সব জায়গায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করার নির্দেশ দিয়েছেন। নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য প্রতিটি জায়গায় ক্যাম্প ও সেই সঙ্গে স্পর্শকাতর এলাকায় বাহিনী মোতায়েন করার উপর জোর দিয়েছেন।
আরও পড়ুন-ইডি সব সীমা ছাড়াচ্ছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন করছে: সুপ্রিম কোর্ট
সম্ভাব্য সমস্ত ঝুঁকির কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে আধিকারিদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এক কর্মকর্তা জানিয়েছেন, অফিসাররা পূর্বের অভিজ্ঞতা থেকে সমস্ত দিক পরিচালনা করবেন। সেইমতো শক্তিশালী যোগাযোগ চ্যানেল, বাহিনীর মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয় এবং উন্নত রিয়েল-টাইম পর্যবেক্ষণ ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন মধ্য কাশ্মীর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রাজীব পান্ডে, ডিআইজি (নর্থ কাশ্মীর) মাকসুদ উল জামান, ডিআইজি (সাউথ কাশ্মীর) জাভিদ ইকবাল মাতু এবং জেলা পুলিশের শীর্ষ কর্তারা।
দেখুন আরও খবর-