ওয়েব ডেস্ক: পহেলগাম হামলার (Pahelgam Attack) ঠিক একমাস কেটেছে। তারপরই সীমান্ত লাগোয়া রাজ্য রাজস্থানে দাঁড়িয়ে হুঙ্কার নরেন্দ্র মোদির। বৃহস্পতিবার রাজস্থানের বিকানের থেকে দেশের ১০৩ টি অমৃত ভারত স্টেশনের (Amrit Bharat Station) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানেই জনসভা থেকে পহেলগাম হামলার নিন্দার পাশাপাশি অপারেশন সিঁদুরের সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।
আরও পড়ুন: ঝড়বৃষ্টিতে নাজেহাল মুম্বইবাসী, জারি কমলা সতর্কতা
মোদি বলেন, তাঁর শরীরে এখন রক্ত নয়, গরম সিঁদুর বইছে। ‘অপারেশন সিঁদুর’ ভারতের জন্য কোনও প্রতিশোধ নয়। এটা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই। মোদি আরও জানান, ২২ এপ্রিলের জবাব ২২ মিনিটে দিয়েছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।
পহেলগামে হামলার পর অপারেশন সিঁদুরের সাফল্য প্রসঙ্গে মোদি আরও বলেন, যারা ভারতের মা বোনেদের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া পাকিস্তানকে মোদির হুঁশিয়ারি, “সামনাসামনি লড়াই হলে পাকিস্তান কোনওদিন ভারতের সামনে দাঁড়াতে পারবে না। প্রত্যেক সন্ত্রাসবাদী হামলার জবাব পাবে পাকিস্তান।”
দেখুন আরও খবর: