ওয়েব ডেস্ক: সেজেগুজে গিয়েছিলেন হলিউডের (Hollywood) চাকচিক্যপূর্ণ এক পার্টিতে। পরনে ছিল রেশম সাদা পোশাক। টিম আপ করেছিলেন ওভার সাইজ ফার কোট দিয়ে। কানে ঝলমল করছিল নামীদামি হিরে। তনজর সরানো ‘না-মুমকিন’ হয়ে পড়ছিল ৫৫ বছর বয়সের তণ্বী জেনিফার লোপেজ (Jennifer Lopez) । আজও ভক্ত হৃদয়ে দোলা দিয়ে তোলেন অভিনেত্রী।
তবে গোল বাঁধল অন্যখানে। মাস পাঁচেক আগে নিজের ছবি পোস্ট করেছিলেন লোপেজ। মোট চারটি ছবি। শুভ্র সাজে অভিনেত্রীকে দেখে মনে দোলা দিয়ে লেগেছে ভক্তদের। কিন্তু সেই সাজ আর ছবিই ফিরে এল বিপত্তি হয়ে। অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হল ১৫০ হাজার ডলারের মামলা।
আরও পড়ুন: সত্যি কি ‘আড়ি’ হল নুসরত-যশের?
জানা গিয়েছে, সেলিব্রিটি ফটোগ্রাফার এডউইন ব্ল্যাঙ্কো এবং তাঁর সংস্থা ‘ব্যাকগ্রিড’-এর তরফে মোটা অঙ্কের আর্থিক ক্ষতি সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে গায়িকা-অভিনেত্রীর বিরুদ্ধে। জানা গিয়েছে, চলতি বছর জানুয়ারি মাসে দু’টি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জেনিফার। সেখানেই তাঁর ছবি তুলেছিলেন এডউইন। কয়েকটি ছবি সে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভাগ করে নেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, “জি জি উইকেন্ড গ্ল্যামর”।
এডউইন ও তাঁর সংস্থার অভিযোগ, জেনিফার তাঁদের অনুমতি না নিয়ে ছবি পোস্ট করে নিজের প্রচার সেরেছেন। শুধু তাই নয়। সুযোগ বুঝে তিনি তাঁর পোশাক ও গয়না নির্মাতাসংস্থার প্রচারও সেরে নিয়েছেন। সেই ছবি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তাঁর অনুরাগী ও ফ্যাশন ওয়েবসাইটগুলি।
অভিযোগকারীর দাবি, “লোপেজ অনুমতি না নিয়ে বাণিজ্যিক ভাবে এই ছবিগুলি ব্যবহার করেছেন। পোশাক এবং গহনানির্মাতাকে সুবিধা পাইয়ে দিয়েছেন।”
উল্লেখ্য, এই প্রথম নয়। অনুমতি ছাড়া ছবি ব্যবহার করে এর আগেও বিবাদে জড়িয়েছেন লোপেজ। ২০১৯ ও ২০২০ সালে এমন ঘটনা প্রকাশ্যে আসে। তবে তিনি একা নন। ডুয়া লিপা, গিগি হাদিদ এবং ক্লোয়ি কার্দাশিয়ানের বিরুদ্ধেও এমন মামলা হয়েছে।
যদিও এবার লোপেজের তরফ থেকে কোনও বক্তব্য প্রকাশ্যে। শোনা গিয়েছে, ‘ব্যাকগ্রিড’-এর তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাতে ওই ছবির জন্য তারা চুক্তি করতে পারে এবং বুঝে নেওয়া যায় পাওনাগন্ডা।
দেখুন আরও খবর: