ঝাড়গ্রাম: ভোট আসে, ভোট যায়, কিন্তু সমাধান কিছুই হয়না। হ্যাঁ, নয়াগ্রামের (Nayagram) ছবিটা খানিকটা এই রকম। তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসীর। এই পরিস্থিতিতে জল সংকটে নাজেহাল নয়াগ্রামের ৫০ টি পরিবার (50 Family)। তপ্ত গরমে নাজেহাল বঙ্গবাসী। বাইরে বেরালেই শুকোচ্ছে গলা। উত্তরের জেলাগুলিতে আরামদায়ক আবহাওয়া হলেও , দক্ষিণে গত কয়েকদিন ছিল ভ্যাপসা গরম। এই ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, তার মধ্যে পানীয় জল সংকটে নাজেহাল নয়াগ্রামের ৫০ টি পরিবার। প্রশাসনকে একাধিকবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি । চরম সমস্যার মধ্যেই দিন কাটাচ্ছে সেখানকার বাসিন্দারা।
নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম সাত নম্বর অঞ্চলের নয়াগ্রাম (Nayagram) উওর বুথের প্রায় ৫০ টি পরিবার, দীর্ঘ দশ বছর ধরে জল সংকটে নাজেহাল। গ্রামের মধ্যে থাকা একটি কুঁয়োর উপর নির্ভরশীল ছিল গ্রামবাসীরা। তবে কুঁয়োটিও গত তিন চার বছর আগে নষ্ট হয়ে যাওয়ায় চরম সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, গ্রামের মধ্যে পৌঁছায়নি এখনও সরকারি জল পরিষেবা। গ্রামের বেশ কয়েকটি পরিবারের নিজস্ব টিউবওয়েল রয়েছে। সেই টিউবওয়েল গুলির উপর নির্ভর করতে হয় গোটা গ্রামের মানুষকে। এলাকাবাসীদের অভিযোগ, ভোট আসে, ভোট যায়, কিন্তু সমাধান হয়না কিছুই। প্রশাসনকে একাধিকবার জানিয়েও হয়নি সমস্যার সমাধান। কবে জল সংকটের সমাধান মিলবে সেদিকেই তাঁকিয়ে রয়েছেন তাঁরা।
আরও পড়ুন: ঝড়বৃষ্টিতে নাজেহাল মুম্বইবাসী, জারি কমলা সতর্কতা
নয়াগ্রাম মন্ডল বিজেপির সভাপতি পরমেশ্বর মন্ডল জানান দীর্ঘ দশ বছর ধরে ওই এলাকার বাসিন্দারা জল সংকটে ভুগছেন। এখানে দ্রুত জল সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। এছাড়াও নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রমেশ রাউৎ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য বহু উন্নয়নমূলক কাজ করেছেন। দ্রুত নয়াগ্রাম এলাকায় জল সংকটের সমস্যা সমাধান হবে।
দেখুন অন্য খবর: