কলকাতা: আগামী সপ্তাহে মুক্তি পাবে কাজল (kajol) অভিনীত ‘মা’ (New Film Maa) ছবি প্রচার ঝলক। তার আগে প্রচারে এক ঝলক ঘুরে গেলেন কলকাতা। বৃহস্পতিবার সকালে মা ভবতারিণীর দর্শন করতে দক্ষিণেশ্বরে এসেছিলেন কাজল (kajol At Dakshineswar)। সকাল থেকেই উৎসুক জনতা তাদের প্রিয় অভিনেত্রীকে দেখবেন বলে মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন। পরনে পিচ রঙা শাড়ি। আদ্যোপান্ত বাঙালি লুক। বাঙালি লুকে দেখে মন্দির চত্বরে অনুরাগীদের উচ্ছ্বাস আটকানো যাচ্ছিল না। প্রিয় নায়িকাকে চোখের সামনে দেখা যায়, তাঁকে এক বার ছুঁয়ে দেখার চেষ্টা করবেন না অনুরাগীরা তাও আবার হয় নাকি? হিমশিম খেতে হচ্ছিল তাঁর দেহরক্ষীদের।
কাজলের আসন্ন ছবি ‘মা’। আগামী ২৭ জুন প্রেক্ষাগৃহে আসছে রহস্য-রোমাঞ্চে মোড়া ভৌতিক ছবি ‘মা’। পৌরাণিক কাহিনি অবলম্বনে এই সিনেমার মোশন পোস্টার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু- মোট চার ভাষায় মুক্তি পাবে কাজলের নতুন ছবি। আর সিনেমা মুক্তির প্রাক্কালেই কলকাতায় এসে মা ভবতারিণীর মন্দিরে বঙ্গকন্যা। ছবির প্রচারে বৃহস্পতিবার শহরে ঝটিকা সফরে এসেছিলেন কাজল। পুজো দিলেন দক্ষিণেশ্বরের মন্দিরেও (Dakshineswar Temple)।
আরও পড়ুন: সত্যি কি ‘আড়ি’ হল নুসরত-যশের?
২৭ জুন সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে তাঁর আগামি ছবি ‘মা’। ছবি মুক্তির আগে তাই মায়ের কাছে পুজো দিতে কলকাতায় কাজল। প্রিয় অভিনেত্রীকে দেখতে মন্দির প্রাঙ্গণে ছিল অনুরাগীদের উপচে পড়া ভিড়। কাজলের দেহরক্ষীদের পক্ষে ভিড় সামাল দিতে একেবারে নাজেহাল অবস্থা। কাজলের পরনে ছিল পাচ রঙা শাড়ি, মানানসই কানপাশা আর হালকা মেকআপ-লিপস্টিক। বঙ্গতনয়ার আদ্যোপান্ত বাঙালিয়ানা আর স্নিগ্ধ লুকে মুগ্ধ ভক্তরা। অজয় দেবগনের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হলেও তাঁর মধ্যে বাঙালিয়ানা বর্তমান। মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয় বাঙালি রীতি মেনে শাড়ি পরা থেকে সিঁদুর খেলায় মেতে ওঠেন কাজল। এদিনও বাঙালি সাজে ধরা দিলেন অভিনেত্রী।
অন্য খবর দেখুন