নয়াদিল্লি: মাত্র কয়েক ঘন্টার ঝড়বৃষ্টি(ThunderStorm)। তার জেরেই একেবারে লন্ডভন্ড দশা দিল্লির (Delhi) বিস্তীর্ণ অংশে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রান হারিয়েছেন ছয় জন, আহত একাধিক। এই পরিস্থিতিতে স্তব্ধ যান চলাচল। ব্যাহত বিমান পরিষেবা। যার জেরে ভোগান্তিতে যাত্রীরা। তীব্র দাবদাহের পর বুধবার সন্ধে থেকে প্রচন্ড ঝড়, প্রবল হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয় রাজধানী দিল্লিতে(Delhi)। একাধিক এলাকায় ভেঙে পড়েছে বড় বড় গাছ ও বাড়ি। শুধু দিল্লি নয়, উত্তরপ্রদেশ, গাজিয়াবাদ, নয়ডা সহ দিল্লির আশেপাশের এলাকাও ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত। দিল্লি পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধে থেকে ঝড়বৃষ্টির (Thunderstorm) কারণে এক যুবক ছাড়াও বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও, গাজিয়াবাদে মৃত্যু হয়েছে দুজনের এবং গ্রেটার নয়ডায় দুজন মারা গিয়েছেন।
জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব দিল্লির লোধি রোড (Lodhi Road) ফ্লাইওভারের কাছে, নিজামুদ্দিন এলাকায় একটি হাই-ভোল্টেজ (High-Voltage) বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ে ঝড়ের কারণে। আর সেইসময় খুঁটিটি রাস্তায় পড়ে যায়। ইলেক্ট্রিক পোলের (Electric Pole) তলায় চাপা পড়ে এক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, দ্রুত অ্যাম্বুলেন্সে (Ambulance) করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে হাসপাতালে পৌছাঁনোর আগেই মৃত্যু হয় সেই ব্যক্তির। যদিও মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। অন্যদিকে, উত্তর পূর্ব দিল্লির গোকুলপুরী (Gokulpuri) এলাকায় গাছ উপড়ে পড়ে ২২ বছরের এক তরুণের উপর। তিনি গুরুতর আহত হন ও হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তাঁকে। স্থানীয় বাসিন্দারা বলেন ঝড়ের গতি এতটাই বেশি ছিল যে গাছ, খুঁটি বিপজ্জনকভাবে দুলছিল। শুধু দিল্লি নয়, গাজিয়াবাদে ও গ্রেটার নয়ডায় মৃত্যু হয়েছে চারজনের। এছাড়াও, দিল্লির বিভিন্ন জায়গায় গাছ, বারান্দা ও ব্রিজ ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে। পাশাপাশি বহুতলের কাঁচ ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। এই দুর্যোগ আবহে রবিবার রাত পর্যন্ত ১১ জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর
আরও পড়ুন: বঙ্গোপসাগরে জোড়া চক্রবৎ ঘূর্ণাবর্ত, প্রবল বর্ষণের পূর্বাভাস
দুর্যোগের জেরে দিল্লি বিমানবন্দরের পরিষেবাও ব্যাহত হয়। দিল্লি বিমানবন্দর সূত্রে খবর, সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত নয়টার মধ্যে ১৩ টি বিমানবন্দরের গতিপথ বদল করা হয়েছে। ১২ টি বিমানকে জয়পুরে ও একটি আন্তজার্তিক বিমানকে মুম্বাই-র দিকে ঘুড়িয়ে দেওয়া হয়। প্রায় ৫০ টি ফ্লাইট দেরিতে ওঠা-নামা করে বলে জানিয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কতৃপক্ষ। অন্য দিকে, শিলাবৃষ্টি এবং ঝড়ের জেরে দিল্লি মেট্রোর ওভারহেড তার ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু সময়ের জন্য ব্যাহত হয় রাজধানীর মেট্রো পরিষেবা।
দুর্যোগ শুরু হওয়ার পরেই দিল্লির বিদ্যুৎ বণ্টন সংস্থা রাজধানীর একাংশে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে। সেই কারণেই এই সতর্কতামূলক পদক্ষেপ বলে জানানো হয়েছে। এই আবহাওয়ার পরিবর্তনে রাজধানীতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। একাধিক রাস্তায় জমে রয়েছে জল , যার জেরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। দিল্লিবাসীকে হাতে সময় নিয়ে রাস্তায় বেরোনোর পরামর্শ দেয় দিল্লি পুলিশ।
দেখুন আরও খবর: