মুর্শিদাবাদ (নবগ্রাম), জয়ন্ত রায়: কলকাতা, গঙ্গাসাগরের পর ফের ড্রোন আতঙ্ক মুর্শিদাবাদে (Murshidabad) । মুর্শিদাবাদের নবগ্রামের (Navagram) কিরীটেশ্বরী এলাকায় (Kiriteshwari Area) দেখা মিলেছে ড্রোনের (Drone)। সন্ধ্যার দিকে কিরীটেশ্বরী গ্রামের মন্দির প্রাঙ্গণে ২-৩ দিন ধরে রাতের বেলায় ড্রোনের আতঙ্ক।
জানা যায়, সোমবার রাতে থেকে দেখা যাচ্ছে মন্দির চত্বরে একটি ড্রোন। এলাকার জনসাধারণ প্রথমদিকে গুরুত্ব না দিলেও বুধবার রাতে ঝড় বৃষ্টির পর সন্ধ্যা সাতটা নাগাদ আবারও দেখতে পাওয়া যায় ড্রোন। ঘটনাটি নবগ্রাম থানায় জানানো হয়, ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ।
আরও পড়ুন-কলকাতার পর গঙ্গাসাগর, ফের আকাশে ড্রোন, কী হবে এবার?
নবগ্রাম থানার পক্ষ থেকে তাদের ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয় এই ড্রোনের ঘটনা পরে এলাকার মানুষকে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন থানা প্রশাসন। তবুও গতকাল রাত্রে এলাকায় ড্রোন দেখার ফলে আতঙ্কে রয়েছে এলাকার মানুষ এমনটাই জানিয়েছেন তারা।
এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কোন কি নাশকতার ছক না কেউ আতঙ্ক ছাড়ানোর জন্য এমনটা করছে, বুঝে উঠতে পারছে না এলাকার মানুষ।
দেখুন আরও খবর-