কুনাল চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান (খণ্ডঘোষ):- পূর্ব বর্ধমানের (East Burdwan) খণ্ডঘোষ (Khandaghosh) ব্লকের পাঁচটি সমবায় সমিতির (Cooperative Societies) নির্বাচনে কোনও বিরোধী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস (Tmc)। বুধবার পঞ্চায়েত সমিতি চত্বরে এই জয়কে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়।
নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত তৃণমূল ছাড়া অন্য কোনও দল প্রার্থী না দেওয়ায়, পাঁচটি সমবায়েই তৃণমূলের প্রার্থীরাই বোর্ড গঠন করেন। এর ফলে দলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আরও পড়ুন- কলকাতার পর গঙ্গাসাগর, ফের আকাশে ড্রোন, কী হবে এবার?
পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন, “চাষিদের স্বার্থে সমবায়গুলি যাতে আরও কার্যকরভাবে কাজ করতে পারে, তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে”।
এদিন দুপুরে পঞ্চায়েত সমিতি চত্বরে বিজয় উদ্যাপনে মেতে ওঠেন তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। দলীয় পতাকা হাতে নেচে-গেয়ে বিজয়ের আনন্দ ভাগ করে নেন সকলে।
পঞ্চায়েত সমিতির সভাপতি মীর সফিকুল ইসলাম বলেন, “পাঁচটি সমবায়ে নিরঙ্কুশ জয় তৃণমূলের। জয়ী সকল সদস্যদের সবুজ অভিনন্দন জানাই। মুখ্যমন্ত্রী সবসময় সমবায়ের উন্নয়নে উদ্যোগী। আগামী দিনে যাতে আরও ভালো কাজ হয়, আমরা সেইদিকে নজর রাখব”।
এই নিরঙ্কুশ জয়কে ঘিরে রাজনৈতিক মহলে ধারণা, গ্রামীণ স্তরে তৃণমূলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হল।
দেখুন আরও খবর-