ফ্যাশনের সেকাল হোক বা একাল, সব কালের ডিজাইনার পোশাক ছাপিয়ে শাড়ি সবসময়ই টাইমলেস ও ক্ল্যাসিক। তাই শাড়ি পড়তে পছন্দ করেন না এরকম নারী মেলা ভার। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে শাড়ি নিয়ে নানারকম ফ্যাশন এক্সপেরিমেন্ট যতই করুন না কেন, পছন্দের শাড়ির যত্ন নিয়ে গুছিয়ে না রাখলে প্রিয় পোশাকের সৌন্দর্য ম্লান হতে বাধ্য। প্রয়োজন, পরা হয়ে গেলে সঠিক যত্নে গুছিয়ে রাখা। তবে শাড়ি কীভাবে ধুয়ে, ভাজ করে ইস্ত্রী করে তুলে রাখতে হবে জানেন না অনেকেই। শাড়ির সঠিক যত্ন নিতে মেনে চলুন এই নিয়মগুলো-
সুতির শাড়ি
শিল্কের শাড়ি
শিফন শাড়ি
টিস্যু ও অরগ্যাঞ্জা শাড়ি