ওয়েবডেস্ক- ফের সকাল থেকেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর (Jammu Kashmir)। সেনা-জঙ্গি গুলির লড়াই (Army-militants gunfight) চলছে। তিন থেকে চারজন জন আটকা পড়েছে, তাদের চারদিক থেকে ঘিরে রেখেছে নিরাপত্তাবাহিনী। অপারেশন সিঁন্দুরের পর থেকেই সন্ত্রাস দমন করতে জোর কদমে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের উপস্থিতি টের পেতেই শুরু হয়েছে এনকাউন্টার (Encounter)। এদিকে বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়।
বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত কিস্তওয়ার (Kishtwar district) জেলার সিংপোরা ( Singhpora) । গোপন সূত্রে খবর আসে কিস্তওয়াররের ছাত্রুতে তিন থেকে চার জন জঙ্গি গা ঢাকা দিয়েছে। সেই মতো এলাকাটি ঘিরে অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। জঙ্গিদের আত্মসমর্পণের কথা বলে বলতেই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারা। জারি হাই অ্যালার্ট।
আরও পড়ুন- পাক গোলায় ক্ষতিগ্রস্ত মসজিদ সারিয়ে দিল ভারতীয় সেনা
মাত্র এক সপ্তাহ আগে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকার নাদির গ্রামে পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানে তিনজন জৈইশ-মহম্মদ সন্ত্রাসীকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী। তার পরেই সেনা আজকের এই অভিযান। সংঘর্ষে নিহত তিন সন্ত্রাসীর নাম আসিফ আহমেদ শেখ, আমির নাজির ওয়ানি এবং ইয়াওয়ার আহমেদ ভাট, তারা সকলেই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার বাসিন্দা।
উল্লেখ্য, পহেলগাম কাণ্ডের পর থেকেই জম্মু কাশ্মীরের অভিযান আর জোর কদমে শুরু করেছে নিরাপত্তাবাহিনী। ভারত-পাক সংঘাতের আবহেই গোয়েন্দা সূত্রে খবর আসে উপত্যকায় প্রায় শতাধিক জঙ্গি গা ঢাকা দিয়ে আছে। তাদের লুকিয়ে থাকতে হায্য করছে স্থানীয় কিছু ওভার গ্রাউন্ড ওয়ার্কার। এনআইএ ও পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে।
দেখুন আরও খবর-