ওয়েব ডেস্ক: বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা(Urvashi Rautela) নামটি সবসময় বিতর্কের ঝড় তোলে। মডেল অভিনেত্রীর কর্মকাণ্ডে ট্রোলিং যেন তাকে পিছু ছাড়ে না। এবার কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে(Cannes Film Fest,Red Carpet)ও তাঁকে নিয়ে নানান বিতর্কের ঝড় উঠলো। আবেদনময়ী লুকে উর্বশী রাউতেলার লাল গালিচায় হাঁটার ছবি দুনিয়ায় ভাইরাল হয়েছে। মজার ব্যাপার হলো উর্বশী এবার মূল্যবান এক টিয়া পাখি নিয়ে লাল গালিচায় উপস্থিত হয়েছিলেন। যদিও সেটি জীবন্ত নয়। ক্রিস্টালের তৈরি। যার দাম শুনে সবাই হতবাক। ৫হাজার ৪৯৫ মার্কিন ডলার। উর্বশীর পরনে অফশোল্ডার গাউন, চোখে নীল আই শ্যাডো,মাথায় ক্রিস্টালের হেয়ারব্যান্ড আর যা সবচেয়ে বেশি চোখে পড়েছে তা হলো তার চড়া মেকআপ। যা দেখে সমালোচনার ঝড় বয়ে গেছে।
উর্বশীর এই বিশেষ পোশাক নাকি ৪০ কোটি টাকার। যা শুনে সবার চোখ কপালে উঠেছে। মডেল -অভিনেত্রীর এই পোশাকও ছিলনা সমালোচনার ঊর্ধ্বে। এই পোশাক পরে ল…
উর্বশী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাকু মহারাজ’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার এই সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেন উর্বশী রাউতেলা। সিনেমাটির ‘দাবিডি ডিবিডি’ শিরোনামের গানে নেচে বিতর্কের মুখে পড়েন তিনি। তবে বক্স অফিসে বেশ সাড়া ফেলে সিনেমাটি।
সম্প্রতি তাঁর ‘ডাকু মহারাজ’ সিনেমার জন্য খবরে ছিলেন, ‘ডাকু মহারাজ’ অভিনেত্রী এখন আবার অন্য কারণেও খবরের শিরোনামে উঠে এসেছেন। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি সম্প্রতি ১২ কোটি টাকার ‘রোলস রয়েজ কুলিনান’ কিনেছেন। উর্বশীর গ্যারাজে নতুন বহু মূল্যবান গাড়ি সংযোজন হলো।