ওয়েব ডেস্ক: অপারেশন সিঁন্দুর (Operation Sindoor) নিয়ে ফেসবুকে আপত্তিকর বক্তব্য পোস্ট করার অভিযোগে অশোক বিশ্ববিদ্যালয়ের (Ashoka University) অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে (Ashoka University Professor Ali Khan Mahmudabad) ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ধৃত প্রফেসর আলি খান মাহমুদাবাদের বিদেশ সফর এবং ব্যাংকের তথ্য নিয়ে তদন্ত করতে চায় হরিয়ানা পুলিশ। মঙ্গলবার ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন খারিজ হলেও বুধবার ফের শোনেপথ আদালতে খানকে সাত দিনের জন্য হেফাজতে চেয়ে পুলিশের আবেদন।
পুলিশ আদালতে জানিয়েছে, অধ্যাপক আলি খান মাহমুদাবাদ অন্তত ১৪ টি দেশ ঘুরেছেন। এই সফর সম্পর্কিত তথ্য সংগ্রহ করা প্রয়োজন। দ্বিতীয়ত, লখনউ (Lucknow) থেকে তার পাসপোর্ট সংগ্রহ করা দরকার। তৃতীয় তার মোবাইল ফোন ও ল্যাপটপ ইতিমধ্যেই পাঁচকুলার ফরেন্সে সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ধৃতের ফোনের কল ডিটেলস এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। আদালতকে জানায় পুলিশ। সূত্রের খবর, ধৃতের আইনজীবী আদালতে জানিয়েছে, আলি খান মাহমুদাবাদ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলেন। যে কারণে বিদেশে বহু বন্ধু-বান্ধব রয়েছে। সেই কারণে তার সঙ্গে দেশবিরোধী লোকজনের সম্পর্ক রয়েছে ধরে নেওয়া অমূলক। দ্বিতীয়ত স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পুলিশ ইতিমধ্যেই হাতে নিয়েছে। চাওয়া হলে পাসপোর্ট জমা রাখা হবে। জানানো হয় ধৃতের তরফে। এই প্রেক্ষাপটে পুলিশি আবেদন খারিজ করে ২৭ মে পর্যন্ত ধৃতের জেল হেফাজত।
আরও পড়ুন: প্রবল বৃষ্টি সহ ভূমিধসে বিপর্যস্ত সিকিমে বন্যার সতর্কতা, পর্যটকদের উদ্ধারে নামল সেনা
অন্য খবর দেখুন