নয়াদিল্লি: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল রাজধানী ও কাঠগোদাম এক্সপ্রেস (Kathgodam Express)। উত্তরপ্রদেশের (Uttar Pradeshs) হারদোই জেলায় একটি রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express) সহ দুটি ট্রেন লাইনচ্যুত (Derail Two Trains) করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হল রিপোর্টে। লোকো পাইলটদের সতর্কতার জন্যই সেই নাশকতার ছক চবানচাল করা সম্ভব হয়েছে। চালকের তৎপরতায় রক্ষা পায় ট্রেন দুটি।
পুলিশের তরফে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় হরদেই-লখনউ রেলপথে দলেলনগর ও অমরতালি স্টেশনের মাঝে দুটি ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা করা হয়েছিল। রেললাইনের উপর কাঠের গুঁড়ি ফেলে রেখে ছিল দুষ্কৃতীরা। রেললাইনে আর্থিন দেওয়ার লোহার তারের সঙ্গে আটকে রাখা হয় গুঁড়িটি। এই ঘটনা দেখতে পেয়ে শেষ মুহূর্তে এমারজেন্সি ব্রেক কষেন রাজধানী এক্সপ্রেসের চালক। ট্রেন থামার পর কাঠের গুঁড়ি সরিয়ে রেল আধিকারিকদের খবর দেন চালক। রাজধানী এক্সপ্রেসের ঠিক ঠিক পিছনে ছিল কাঠগোদাম-লখনউ এক্সপ্রেস। রেললাইনের উপর একই একই ঘটনা নজরে পড়তে তিনিও ব্রেক কষেন। পুলিশ সূত্রে খবর, লোকো পাইলটের সচেতনতার কারণে সেই দুর্ঘটনাও এড়ানো সম্ভব হয়েছে।
আরও পড়ুন:বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধি দলে তৃণমূলের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়!
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন আরপিএফ ও রেল কর্তারা। সুপারিনটেনডেন্ট নীরজ কুমার জাদাউন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছেন। জিআরপি, রেলওয়ে সুরক্ষা বাহিনী এবং স্থানীয় পুলিশের দলগুলি ঘটনাগুলির তদন্ত করছে। পুলিশের প্রাথমিক অনুমান পরিকল্পিতভাবে রেলে দুর্ঘটনার ষড়যন্ত্র করা হয়েছিল।
অন্য খবর দেখুন