পূর্ব বর্ধমান: আউশগ্রামের কাজু পাড়ি দিচ্ছে দিঘায়। জলের দরে ব্যবসায়ীরা কিনে সেই কাজু পূর্ব মেদিনীপুরের বিভিন্ন বাজারে বিকোচ্ছে চড়া দামে। আউশগ্রামের স্থানীয়দের আক্ষেপ, বিষয়টি নিয়ে পদক্ষেপ করলে তাদেরও কিছু লক্ষ্মীলাভ হত।
পূর্ব মেদিনীপুরের কাজু বাদামের রয়েছে আলাদা জনপ্রিয়তা। দিঘা থেকে প্রচুর কাজু সারাবছর যায় বিভিন্ন বাজারে। এমনকি দেশ ছাড়িয়ে বিদেশেও যায় দিঘার কাজু। এবার সেই পূর্ব মেদিনীপুরেই কাজু যাচ্ছে পূর্ব বর্ধমান থেকে। জলের দরে বিকোচ্ছেও সেই কাজু। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
আরও পড়ুন: মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে অসুস্থ এক প্রসূতি, ঘটনায় চাঞ্চল্য রানাঘাটে
পূর্ব বর্ধমানে রয়েছে কাজু বাদামের জঙ্গল। আউশগ্রামের জঙ্গলে ছড়িয়ে রয়েছে প্রচুর কাজু বাদামের গাছ। জঙ্গলের মধ্যে ছড়িয়ে থাকা এক একর জমির কাজু গাছ থেকে প্রতিদিন কুড়িয়ে নেওয়া হচ্ছে কাঁচা কাজু বাদাম। তারপর স্থানীয়রা সেই কাজু বিক্রি করছেন দিঘা থেকে আসা মহাজনদের কাছে। অথচ কেউ তার খোঁজ রাখে না। বন দফতরও আউশগ্রামের এই কাজু ভান্ডারের বিষয় কার্যত অন্ধকারে রয়েছে।
আউশগ্রামের জঙ্গল থেকে কাজু কেনার জন্য প্রতিবছর আসেন দিঘা ও কাঁথি এলাকার ব্যবসায়ীরা। তাঁরা প্রতি মাসে প্রায় ৮ থেকে ১০ কুইন্টাল পর্যন্ত কাজু সংগ্রহ করে গাড়ি করে নিয়ে যান দিঘায়। সেখানেই আছে তাঁদের মেশিন, সেখানে কাজু প্রসেসিং হয় এবং বাজারে তারপর সেই কাজু চড়া দামে বিক্রি করেন পূর্ব মেদিনীপুরের ব্যবসায়ীরা। আউশগ্রাম এলাকার বাসিন্দারা বলছেন, ঠিকমতো বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হলে পূর্ব বর্ধমান জেলার অর্থনীতির ছবিতেও হয়তও আমূল পরিবর্তন লক্ষ্য করা যেত।
দেখুন অন্য খবর: