ওয়েব ডেস্ক: ‘উই আম্মা'(We Amma item song) গানের সঙ্গে আইটেম নাম্বার নেচে যথেষ্ট ভাইরাল হয়েছিলেন রবিনা-কন্যা রাশা থাডানি(Raveena Daughter Rasha Thadani)। এবছরের শুরুতে মুক্তি পেয়েছিল ‘আজাদ'(Azad) ছবির এই আইটেম নাম্বারে অসাধারণ পারফরম্যান্স রাশার। তার চমৎকার নৃত্য ভঙ্গিমা দর্শকদের যথেষ্ট নজর কেড়েছিল।
আরও পড়ুন:২৫ কোটি ক্ষতিপূরণ চেয়ে পরেশ রাওয়ালের বিরুদ্ধে অক্ষয় কী মামলা করতে চলেছেন!
এবার মা রবিনা ট্যান্ডন এর আইকনিক ‘টিপ টিপ বর্ষা পানি'(Tip Tip Barsha Pani song) গানের সঙ্গে নাচলেন রাশা থাডানি। এবার অক্ষয় কুমার-রবীনা ট্যান্ডন অভিনীত ‘মহড়া'(Akshay Kumar-Raveena Tandon movie Mahara) ছবির এই জনপ্রিয় গানের সঙ্গে রাশার নাচও যথেষ্ট ভাইরাল হয়েছে।
একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্টেজে মাকে শ্রদ্ধা জানিয়ে তারি বিখ্যাত ‘টিপ টিপ বর্ষা..’ গানের সঙ্গে পারফর্ম করলেন অভিনেত্রী রাশা।রাশার পরনে ছিল হলুদ রঙের শাড়ি। এমন লোকে রাখার নাচ দেখে সকলেই প্রশংসা করলেন।
তারপরই সোশ্যাল মিডিয়ার চূড়ায় চড়িয়ে পড়েছে রাশার এই নাচের ভিডিও। যা দেখে নেটিজেনরা যারপরনাই প্রশংসা করেছেন। অনেকেই লিখেছেন ‘রাশা আগুন’।