কলকাতা: আন্দোলনে বসার ১৪ দিনের মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) চিঠি চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের। এদিন আলোচনায় বসতে চাওয়া নিয়ে চিঠি দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। জানা গিয়েছে, সোমবার রাতে চিঠি পাঠানো হয়েছে। চাকরিতে পুনর্বহাল এবং নতুন করে পরীক্ষা না দেওয়ার দাবিতে গত ৭ তারিখ থেকে বিকাশ ভবনের সামনে অবস্থান চালাচ্ছে চাকরিহারারা। ১৫ মে বিকাশ ভবন ঘেরাও অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হয়।
আরও পড়ুন: সকাল থেকে মেঘলা আকশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
সূত্রের খবর, এদিন আটকে পড়ে বিকাশ ভবনের কর্মরত বিভিন্ন বিভাগের শতাধিক কর্মী। বিকেলে তাঁদের আটক মুক্ত করতে পুলিশ লাঠি চার্জ করে। যাতে আহত হয় একাধিক শিক্ষক-শিক্ষিকা। গতকালই শিক্ষা মন্ত্রী জানিয়েছিল শিক্ষা দফতরের সচিবালয় থেকে যোগাযোগ করা হলেও তাঁরা কোনও উত্তর দেয়নি। ওয়েস্ট বেঙ্গল আনটেইনটেড টিচার্স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন চাকরি ফেরতের বিষয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছিলেন। শিক্ষামন্ত্রী সেই চিঠির বক্তব্য সাংবাদিক বৈঠকে তুলেও ধরেন।
আর শিক্ষামন্ত্রীর বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চিঠি চাকরিহারাদের।
দেখুন আরও খবর: