ওয়েবডেস্ক- ‘অপারেশন সিঁন্দুর’ (Operation Sindur) তৃণমূলের (Tmc) তরফ থেকে বিশ্বের দরবারে এই অভিযানের কথা তুলে ধরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee ) । অপারেশন সিঁদুরের সঙ্গে সম্পর্কিত সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন অভিষেক। তাঁর নাম মনোনীত করা হয়েছে।
সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ফোন করে তৃণমূলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন, সেই বিষয় পরামর্শ চান। এই বিষয় কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু মুখ্যমন্ত্রীকে জানান যে তাদের দলের সঙ্গে এই বিষয় পরামর্শ করা উচিত ছিল। এর পরেই তৃণমূলের সুপ্রিমো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের নাম মনোনীত করেন।
গতকালই দিল্লি যাওয়ার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সন্ত্রাসবাদ দেশ থেকে দূর করার জন্য আমরা কেন্দ্র সরকারের পাশে আছি। কেন্দ্রের সঙ্গে সন্ত্রাসবাদ নির্মূলে তৃণমূল কংগ্রেস কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করবে।
আরও পড়ুন- অপারেশন সিঁদুরের সাফল্য বিশ্বের দরবারে তুলে ধরতে ৭ টিম, কারা কারা রয়েছে দেখুন
সন্ত্রাসবাদ নির্মূলে হুঙ্কার দিয়েছে ভারত। এই জঙ্গি হানাকে যে ভারত প্রশ্রয় দেবে না, তা ভালো করে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পর গত ৭ মে অপারেশন সিঁন্দুর এয়ার স্ট্রাইক দিয়ে ভারত, গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার জবাব দিয়েছে ভারত। এবার বিশ্বের দরবারে পাকিস্তানের কুকর্ম তুলে ধরা হবে। পহেলগাম হামলার (Pahalgam Attack) পর কী ভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে অপারেশন সিঁদুর চালানো হয়েছে? গোটা বিশ্বের কাছে তুলে ধরা হবে সেই সব তথ্য। বিভিন্ন দেশে যাবে ভারতের প্রতিনিধি দল। গড়া হয়েছে বিশেষ টিম।
প্রসঙ্গত, অপারেশন সিঁন্দুর নিয়ে ভারত সরকারের নির্বাচিত সর্বদলীয় কূটনৈতিক প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে একটি মহলে বিতর্ক দানা বাঁধে। কংগ্রেস বা তৃণমূলের দাবি, ওই প্রতিনিধিদলে কোন রাজনৈতিক দলের কোন সদস্য থাকবেন, সেটা নির্ধারণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের নয়। কংগ্রেস বা তৃণমূল কোন সদস্যকে কূটনৈতিক প্রতিনিধি হিসেবে পাঠাবে, তা নির্বাচন করার সম্পূর্ণ অধিকার আছে সংশ্লিষ্ট দলের।
দেখুন আরও খবর-