ওয়েবডেস্ক- আজ সুপ্রিম কোর্টে (Suprme Court) বহু চর্চিত ওয়াকফ মামলার (Waqf) শুনানি ছিল। ১৫ মে’ র পর আজ ২০ মে’ ওয়াকফ আইনের কিছু বিধানের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ (Interim suspension) বিবেচনা করার জন্য আবেদনের শুনানি হয়। প্রধান বিচারপতি বিআর গাভাই (Chief Justice B. R. Gavai) এবং বিচারপতি এজি মাসিহের (Justice A.G. Masih) বেঞ্চ নির্দেশ দেয়, ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Amendment Act) সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে যে সমস্ত প্রশ্ন জমা পড়েছে সেই নিয়েই আজ দুই পক্ষের যুক্তি শুনল আদালত।
১৫ মে’ তিনটি অন্তবর্তী নির্দেশের বিষয় চিন্তাভাবনা করেছিল আদালত। এর মধ্যে একটি হচ্ছে সুপ্রিম কোর্টে ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে যে মামলা চলছে, তা চলাকালীন যে সম্পত্তিকে আদালত ওয়াকফ বলে ঘোষণা করেছে, তাকে ‘ওয়াকফ নয়’ বলে ঘোষণা করা যাবে না। দুই-কোনও ওয়াকফ নিয়ে জেলাশাসক প্রয়োজনীয় প্রক্রিয়া করতে পারবেন। কিন্ত সেই বিধান কার্যকর হবে না। তিন নম্বর হল-ওয়াকফ বোর্ড বা ওয়াকফের সদস্যদের মুসলিম হতে হবে।
এদিন শুনানির সময় সলিসিটার জেনারেল তুষার মেহতা (Solicitor General Tushar Mehta) বলেন, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ইঙ্গিতের পর, কেন্দ্র ওয়াকফ সংশোধনীতে রাজি। অমুসলিমদের নিয়োগ করবে না, ঘোষিত ওয়াকফের উপর স্থিতাবস্থার পর। আদালত তিনটি বিষয় নির্ধারণ করেছিল। আমরা এই তিনটি বিষয়ে আমাদের বক্তব্য জানিয়েছি। এই তিনটি বিষয়ের জবাবে আমি আমার হলফনামা দাখিল করেছি। আমার অনুরোধ হল, বিচার প্রক্রিয়া এই তিনটি বিষয়ে সীমাবদ্ধ রাখা হোক। মামলা চলাকালীন আমরা সবাই উপস্থিত ছিলাম, এই বিষয়গুলি তুলে ধরা হয়েছিল।
আইনজীবী কপিল সিব্বলের যুক্তি, এটি সম্পূর্ণ ওয়াকফ দখলের মামলা।
আরও পড়ুন- সুপ্রিম কোর্টে ওয়াকফ শুনানি, দেখুন সরাসরি
এস জি মেহতা বলেন, তিনটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। আদালত কর্তৃক ওয়াকফ হিসাবে ঘোষিত সম্পত্তিগুলিকে ওয়াকফ হিসাবে বাতিল করা উচিত নয়। সেগুলি ওয়াকফ ব্যবহারকারীর দ্বারা হোক বা ওয়াকফ-ডিডের মাধ্যমে হোক। আদালত যখন বিষয়টি নিয়ে বিচার করছে। সংশোধনী আইনের শর্তাবলী, কালেক্টর যখন সম্পত্তিটি সরকারি জমি কিনা তা তদন্ত করছেন, তখন ওয়াকফ সম্পত্তিকে ওয়াকফ হিসেবে গণ্য করা হবে না এবং সেটা কার্যকর হবে না। ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের সকল সদস্যকে অবশ্যই মুসলিম হতে হবে, পদাধিকারবলে সদস্য ছাড়া।
অ্যাডভোকেট সিব্বল এবং অন্যরা মেহেতার এই সকালে আপত্তি জানান।
প্রধান বিচারপতির বক্তব্য, রেকর্ডে যা আছে তা আমাদের মেনে চলতে হবে
উল্লেখ্য, ওয়াকফ মামলায় মুসলিম পক্ষের পক্ষে আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, রাজীব ধাওয়ান, সালমান খুরশিদ এবং হুজাইফা আহমাদি যুক্তি উপস্থাপন করবেন। এজাজ মকবুল ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে আবেদনকারীদের পক্ষে নোডাল আইনজীবী হবেন।
আইনের সমর্থনে আবেদনকারীদের সম্ভাব্য আইনজীবীরা হলেন সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী, মনিন্দর সিং, রঞ্জিত কুমার, রবীন্দ্র শ্রীবাস্তব এবং গোপাল শঙ্কর নারায়ণ। বিষ্ণু শঙ্কর জৈন তাদের নোডাল আইনজীবী হবেন।
দেখুন ভিডিও-