ওয়েব ডেস্ক: যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স'(Spy Universe of Yashraj Films) এর গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে ‘ওয়ার ২'(War 2)। গত বছর শেষের দিকে ইতালির মনোরম লোকেশনে শুরু হয়েছিল এই ছবির শুটিং। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে হৃতিক রোশন(Hrittik Roshan) এবং কিয়ারা আদবানিকে। সোশ্যাল মিডিয়ায় এই জুটির রোমান্টিক গানের শুটিং ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছিল।
আরও পড়ুন:হাঁটুর বয়সি নায়িকাকে চুম্বন, সমালোচনার মুখে কমল হাসান
সম্প্রতি প্রকাশিত হওয়া ‘ওয়ার ২’ ছবির টিজারে(Teaser of War 2) নায়িকা কিয়ারা হলুদ বিকিনিতে বোল্ড লুকে যথেষ্ট নজর কেড়েছেন। ফ্যাশন এবং তার ফিগারের জন্য সর্বদাই উচ্চ প্রশংসিত হন কিয়ারা আদবানি(Kiara Advani)। এর আগেও সুইমিংপুলে(Swim Suit) জলকেলির ছবি পোস্ট করে কিয়ারা নেটিজেনদের হৃদয়ে আগুন জ্বালিয়েছিলেন। মলদ্বীপের সমুদ্র সৈকতে অভিনেত্রী একেবারে অন্য মেজাজে ছিলেন। ছুটির মেজাজে নীল সমুদ্রের ধারে রোদের সকালে ধরা দিয়েছিলেন নায়িকা। তখনো হলুদ বিকিনিতে অনুরাগীদের চমকে দিয়েছিলেন কিয়ারা।
এবার ‘ওয়ার ২’ছবিতে পর্দায় হলুদ বিকিনিতে ধরা দেবেন লাস্যময় কিয়ারা। সূত্রের খবর এই ছবিতে একটি হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট সিকুয়েন্সের মাধ্যমেই পর্দায় নাকি হাজির হবেন বালি নায়িকা।
অন্যদিকে, জাপানের বিশ্ব বিখ্যাত শাওলিন টেম্পেলের যোদ্ধাদের সঙ্গে জমজমাট অ্যাকশন করার পাশাপাশি তলোয়ারবাজি করতে করার দৃশ্যের মাধ্যমেই পর্দায় প্রবেশ করবেন ‘কবীর’রূপী হৃতিক!
টিজারে কিয়ারার হলুদ বিকিনির লুক দেখে নেটিজেনরা অনেকে মজা করে লিখেছেন, সারা ছবি জুড়ে উনি কি এই লুকেই ধরা দেবেন! একজন আবার লিখেছেন বডি ডাবল ব্যবহার করা হয়েছে না ভিএফএক্স! কিয়ারার এই লুক নিয়ে মন্তব্য করতে গিয়ে একজন লিখেছেন এই ছবিতে তো বেশ ভিড় হবে তাহলে!