Placeholder canvas
কলকাতা বুধবার, ২১ মে ২০২৫ |
K:T:V Clock
Aajke | ২০২৬ বাংলার নির্বাচনে বিজেপির ভোট কেন আরও কমবে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫, ০৪:৪০:৪১ পিএম
  • / ১২ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

বিজেপি এই রাজ্যে ঐতিহাসিকভাবেই তার সমর্থনভূমি কোনওদিনও পায়নি। আজ নয়, সেই জনসঙ্ঘের সময়েও, ওই মুরলীধর লেনের দোতলায়, তপন সিকদার সামনে জনসঙ্ঘের প্রদীপ জ্বালিয়ে বসে থাকতেন, ভোট শতাংশ কখনও ৪-৫-৬ এর বেশি ওঠেনি। কিন্তু তা খুব কম হলেও ক্রমশঃ বাড়ছিল, আধ শতাংশ, এক শতাংশ বাড়ছিল, আর সেগুলো ছিল জনসঙ্ঘ, পরে বিজেপির এক আদর্শভিত্তির সমর্থন। কেন গড়ে ওঠেনি সেই সমর্থনের জায়গাটা? কারণ উত্তর ভারতের কড়া ডোজের হিন্দুত্ব এই মাটিতে প্রত্যাখ্যান হয়েছে সেই স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই। খানিকটা কড়া ধাঁচের হিন্দুত্ব ছিল বইকী সশস্ত্র বিপ্লবীদের মধ্যে, মা কালীর প্রতিমার সামনে আঙুল চিরে রক্ত দিয়ে বন্দেমাতরম ইত্যাদি ছিল, কিন্তু মুসলমান ঘৃণা নয়, তাদের তীব্র ব্রিটিশ বিরোধিতাই হিন্দু মহাসভা, আরএসএস-এর থেকে তাদেরকে আলাদা করেছিল। এবং এই বাংলার রাজনৈতিক কর্তৃত্ব ছিল কংগ্রেসেরই মধ্যপন্থী আর বামপন্থী শিবিরের হাতে, যার উত্তরসূরি নেতাজি সুভাষ বসু। কাজেই শ্যামাপ্রসাদের হিন্দুয়ানা তিনি একা হাতেই সামলে নিয়েছিলেন। এবং স্বাধীনতার পরে বামেদের ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা জনসঙ্ঘ আরএসএস-কে বাড়তে দেয়নি, কিন্তু তাদের ওই ৫/৬ শতাংশ ভোট শুকিয়েও যায়নি, বরং ০.৫ শতাংশ হলেও বেড়েছে। সেই তারা ২০০৯-এ লোকসভাতে ৬.১ শতাংশ ভোট পেয়েছিল, কিন্তু দার্জিলিং আসন পেয়েছিল, নিজেদের জোরে নয়, গোর্খা মুক্তি মোর্চার সমর্থনে। ২০০৮–২০০৯ এ দলের সভাপতি জুলু মুখার্জি, সত্যব্রত মুখার্জি।

২০১৪, সারা ভারতে কংগ্রেস বিরোধী হাওয়া, মোদিজির প্রচার ইত্যাদির মধ্যে ভোট বাড়ল বিজেপির ১৭.০২ শতাংশ ভোট পেল আর দুটো আসনে জয়, তিনটে আসনে দ্বিতীয় স্থান, সেই সময়ে দলের রাজ্য সভাপতি রাহুল সিনহা। ২০১৯, বিরাট অগ্রগতি ৪০.২৫ শতাংশ ভোট আর ১৮টা আসন, বাকি ২০টা আসনে দু’ নম্বর জায়গাতে ছিল, দলের সভাপতি দিলীপ ঘোষ । ২০২৪-এ সেই দল ৩৯.০৮ শতাংশ ভোট আর ১২টা আসন পেল, ৬টা আসন কমল, দলের সভাপতি সুকান্ত মজুমদার। মানে যে গ্রাফ চড়চড় করে উঠছিল তা নামতে শুরু করেছে, কিন্তু এবারে প্রশ্ন আর ঠিক এক বছর পরে এই সময়ে নির্বাচনের ফল বেরিয়ে যাবে, সেখানে কী হবে? সেটাই বিষয় আজকে, ২০২৬ বাংলার নির্বাচনে বিজেপির ভোট কেন আরও কমবে।

একটু বিজেপি দলের নেতৃত্ব আর চেহারার দিকে তাকালেই বুঝতে পারবেন যে দল আপাতত বৃদ্ধির সমস্যাতে ভুগছে, প্রবলেমস অফ গ্রোথ যাকে বলে। হ্যাঁ, সেই ২০০৮-২০০৯ রাজ্য সভাপতি জুলু মুখার্জি, তার আগে ব্যাটন ছিল তপন শিকদারের হাতে। তারপরে বিজেপির সবচেয়ে মেধাহীন নেতৃত্ব দেখেছি আমরা রাহুল সিনহার সময়ে, এরপরে এসেছেন দিলীপ ঘোষ, অনেকটা সময় জুড়ে বিজেপি হু হু করে বাড়ছে, সংগঠনগতভাবে, আবার লোকসভা বিধানসভাতেও।

আরও পড়ুন:Aajke | তৃণমূলে জন বার্লা লাইনে আছেন আরও বেশ কিছু বিজেপি নেতা

কিন্তু এই সময়ে দলের মধ্যে সেরকম কোনও বিরাট ফাটল ছিল না, ছোটখাটো ঠোকাঠুকি ইত্যাদি তো থাকেই, কিন্তু বড় কোনও সমস্যা ছিল না। পার্টি অফিসে তালা বন্ধ করে নেতাকে মারধর বা বৈঠক বানচাল করে দেওয়ার মতো ঘটনা তখন ঘটত না। আর তারসঙ্গেই ছিল বাংলার সমাজ সংস্কৃতির সঙ্গে সুর তাল লয় মিলিয়ে চলার প্রবণতা, যা দিলীপ ঘোষ আসার পর থেকে ভাঙা শুরু করে। মানে ওই একই বৃন্তে দুটি কুসুম, কিসের কুসুম? কার কুসুম? সেই কালচারের শুরুয়াত ওই সময়েই, তখন চারাগাছ ছিল, এখন বৃক্ষ। কাজেই বিধানসভাতে ২০১১র ৫.১৯ শতাংশ, ২০১৬তে ১০.১৬ শতাংশ আজ বেড়ে ২০২১ এ ৩৮.১৩ শতাংশ হয়েছে বটে কিন্তু তা এক ইনঅর্গানিক গ্রোথ। মানে আপনার অ্যাকাউন্টে অন্য কারও টাকা হুশ করে ঢুকে গেলে, মনে হতেই পারে যে আপনি বিরাট বড়লোক, কিন্তু আসলে তা অন্য কারও টাকা। ঠিক সেরকম সিপিএম-এর বিরাট ভোট বিজেপির অ্যাকাউন্টে ঢুকে তাকে এক বিরাট চেহারা দিয়েছে বটে কিন্তু তার সঙ্গেই জন্ম দিয়েছে বিস্তর গন্ডগোলের। জন্ম নিয়েছে প্রবলেমস অফ গ্রোথ। ১) নেতৃত্বের লড়াই, ক্ষমতার লড়াই। অন্তত তিনটে, আর খতিয়ে দেখলে আপাতত বাংলা বিজেপিতে প্যারালাল চারটে শিবির কাজ করছে, চার শিবিরের মধ্যের দ্বন্দ্ব দেখার মতন। শুভেন্দু, সুকান্ত, দিলীপ আর শমীক এই চার মাথার বিভাজন, চারজনের মধ্যে জায়গা বুঝে হাত ধরা আর ছাড়া, মানুষকে, মানে যে মানুষ মনেপ্রাণে তাদের নয়, কেবল পিঠ বাঁচাতে, বৃষ্টির জলের ঝাপট থেকে বাঁচতে ছাতার তলায় এসেছে, তাদেরকে বিভ্রান্ত করছে। কিছুদিন আগে পর্যন্ত যে ন্যারেটিভটা সেট হয়েছিল যে বিজেপিই পারবে তৃণমূলকে হারাতে, সেখানে মানুষের আপাতত বিশ্বাস, বিজেপি আর যাই হোক তৃণমূলকে হারাতে পারবে না, বা বিজেপি তৃণমূলকে হারাতে চায়ও না। ২) উপর থেকে তলার সারির কর্মী নেতারা এই চার শিবিরে স্পষ্টভাবে না হলেও তিন শিবিরে বিভক্ত। যাদের একসঙ্গে এনে দাঁড় করানোর মতো নেতা নেই। ৩) বিজেপির বহু নেতা যাঁরা অন্য দল থেকে এসেছিলেন তাঁরা হতাশ, তাঁদের এক বিরাট অংশ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। ৩) কেন্দ্রীয় সরকার, মানে মোদিজির সরকার এখনও এমন কোনও কাজ করেনি যা ভোটারদের বড় অংশকে বিজেপিকে ভোট দিতে অনুপ্রাণিত করবে। ৪) মোদিজির আকর্ষণ কমছে, হু হু করেই কমছে, অপারেশন সিঁদুর যে প্রত্যাশা তৈরি করেছিল, আচমকা যুদ্ধবিরতি, ট্রাম্পের ভূমিকা মানুষকে অন্যভাবে ভাবতে বাধ্য করছে। ৫) দিলীপ ঘোষ বনাম শুভেন্দুর দ্বন্দ্ব আত্মঘাতী হতে বাধ্য। ৬) বিরাট কিছু হবে না, আসনও ক’টা পাবে? ২/৩/৪, কিন্তু বামেদের কিছুটা অগ্রগতি দেখা যাচ্ছে আর যা আছে, তা যদি বেড়ে ৮/৯ শতাংশ ও হয়, তাহলেও বিজেপির ভোটই কমবে, সেক্ষত্রে তা কমে ৩৪/৩৫ শতাংশ হলে আসন কিন্তু অনেকগুলোই কমবে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে “২০২১ থেকেই বিজেপির ভোট একটু হলেও কমা শুরু হয়েছিল, তারপরে আবার বিজেপি ক্রমশ জমি হারাচ্ছে, জেতার কথা বাদই দিলাম আমাদের প্রশ্ন বিজেপি কি ২০২৬-এ তার ২০২১-এর ভোটও ধরে রাখতে পারবে?” শুনুন মানুষজন কী বলেছেন।

হ্যাঁ, হঠাৎ এক উদ্ভট ভিত্তিহীন ভোটবৃদ্ধিই বিজেপিতে এক প্রবলেম অফ গ্রোথের জন্ম দিয়েছে, বৃদ্ধির সমস্যা। যা ঠিক করতে গেলে প্রথমেই বাংলার বিজেপিকে বাংলার মাটি, সংস্কৃতি আর বাংলার সামাজিক সুতোগুলোকে বুঝতে হবে, তা না বুঝে কেবল হিন্দু হিন্দু করে হাজার চেল্লালেও, আমাদের রাজ্যের হিন্দু ভোটের ৫০/৫৫ শতাংশের বেশি মিলবে না, আর তা দিয়ে রাজ্য দখল সম্ভব নয়। এবং এই সার সত্যটা ভুলবেন না, বিজেপিতে বাম ভোট গিয়েছিল এই ভেবে যে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে, সেই হারানোর ক্ষমতাই নেই, এই কথাটা সেই ভোটারেরা জেনে গেলে চাপ আছে কাকা।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

কল্যাণী থেকে পানাগড় পর্যন্ত ১০৩টি স্টেশনের নাম ও চেহারা পরিবর্তন
বুধবার, ২১ মে, ২০২৫
ধোনিদের হারানোর পরে বৈভবের ফোনে ৫০০ মিসড কল!
বুধবার, ২১ মে, ২০২৫
রবিবার সকালের মেট্রোর সময় বদল, কখন শুরু হবে? দেখে নিন
বুধবার, ২১ মে, ২০২৫
আরও বিপাকে SSC চাকরিহারারা, সুপ্রিম কোর্টে SSC মামলায় নয়া মোড়
বুধবার, ২১ মে, ২০২৫
দেশবিরোধী পোস্টের অভিযোগে গ্রেফতার যুবক
বুধবার, ২১ মে, ২০২৫
সত্যি কি ‘আড়ি’ হল নুসরত-যশের?
বুধবার, ২১ মে, ২০২৫
হচ্ছে না ধর্মঘট, চলবে বাস, জানিয়ে দিল সংগঠন
বুধবার, ২১ মে, ২০২৫
রাজের হিন্দি ওয়েব সিরিজ ‘পরিণীতার’ নাম বদলে কী হল জানেন?
বুধবার, ২১ মে, ২০২৫
মাধ্যমিকে অকৃতকার্য ছাত্রছাত্রীদের কাউন্সিলিং, সিদ্ধান্ত নদিয়ার এই স্কুলের
বুধবার, ২১ মে, ২০২৫
পাকিস্তানে স্কুলবাসে আত্মঘাতী বোমা, মৃত ৫, আহত ৩৮
বুধবার, ২১ মে, ২০২৫
ফের করোনা আতঙ্ক! মুম্বইতে মৃত ২, আক্রান্তের শীর্ষে কেরল
বুধবার, ২১ মে, ২০২৫
বঙ্গে প্রবল ঝড়বৃষ্টি, কমলা সর্তকতা জারি
বুধবার, ২১ মে, ২০২৫
আন্দোলনরত শিক্ষকদের শোকজ করল মধ্যশিক্ষা পর্যদ
বুধবার, ২১ মে, ২০২৫
Aajke | মোদিজির রাজ্যে বাঙালির ঘর ভাঙছে কারা?
বুধবার, ২১ মে, ২০২৫
কৃষ্ণসার হরিণ মামলা: ফের বিপাকে সইফ আলি, টাবু, সোনালী বেন্দ্রে সহ নীলম, কী হবে সলমনের
বুধবার, ২১ মে, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team