ওয়েব ডেস্ক: ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) এর পর সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে উঠে আসে কর্নেল সোফিয়া কুরেশির নাম। সকল দেশবাসী যখন ভারতীয় সেনাকে তাঁদের অবদানের জন্য কুর্নিশ জানাচ্ছেন, সেই আবহেই মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ সোফিয়া কুরেশিকে নিয়ে করেন বিরূপ মন্তব্য।
সোফিয়া কুরেশিকে (Sofia Qureshi) নিয়ে বিরূপ মন্তব্য করায় নিজেই বেজায় ফাঁপরে পড়েছেন বিজয় শাহ। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশ তাঁর বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করেছে, আর সেই পরোয়ানার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজয়। তবে সেখানেও ফাঁপরে পড়েছেন তিনি। সুপ্রিম কোর্ট আজ স্পষ্টত জানিয়ে দেয়, কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে যেই মন্তব্য করেছেন বিজেপি নেতা, তাতে শুধুমাত্র ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়। সুপ্রিম কোর্ট আজ মন্তব্য করে, ‘ আপনার আচরণে ও কথায় গোটা দেশের মাথা ঝুঁকে গিয়েছে। গোটা জাতি লজ্জিত। বিজেপি মন্ত্রীর ক্ষমাপ্রার্থনাকে খারিজ করে দিয়ে শীর্ষ আদালত তাঁর বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গড়েছে।’
আরও পড়ুন: যুদ্ধ বিরতিতে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্নবাণ বিদেশ সচিবকে
ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কর্নেল সোফিয়া কুরেশিকে কুমন্তব্যের প্রসঙ্গে বিচারপতি সূর্য কান্ত ও কোটীশ্বর সিংয়ের বেঞ্চ বলে, ‘ কী ধরনের ক্ষমা? কী ছিল সেই ক্ষমাপ্রার্থনায়? আইনের হাত থেকে বাঁচতে অনেকেই ক্ষমা চেয়ে নেন। কোনও সময় কুমিরের কান্নাও কাঁদেন। আপনারটা এর মধ্যে কোন ধরনের? আপনি যে নির্বোধের মতো কথা বলেছেন, তা পুরোপুরি চিন্তার বাইরে। আপনার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই আমাদের। আমরা জানি এসব ক্ষেত্রে কীভাবে আইনি পদ্ধতিতে পা বাড়াতে হয়।’
ইতিমধ্যেই ঘটনার তদন্তের জন্য, বিজেপি নেতা বিজয় শাহকে গ্রেফতার না করার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।
দেখুন অন্য খবর