কলকাতা: আমি কোনও দুর্নীতির (Corruption) সঙ্গে যুক্ত নই। ইডির (ED) তদন্তে সহযোগিতা করেছি। ইডি কিছু নথি ও মোবাইল নিয়ে গিয়েছে। ইডির আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর বললেন বরানগরের বিধায়ক তাপস রায় (Tapas Roy)। শুক্রবার তাঁর বউবাজারের বাড়ি ও অফিসে ১১ ঘণ্টা তল্লাশি চালায় ইডি।
এদিন তল্লাশির বিষয়ে তাপস রায় বলেন, রাজনীতির সঙ্গে যুক্ত, তাই তল্লাশি হচ্ছে। তবে এই বিষয়ে আমি কিছু বলব না। যা বলার দল বলবে। ইডি যা জিজ্ঞেস করেছিল উত্তর দিয়েছি। আমরা রাজনীতি করি, অনেক মানুষ আসেন। তাঁরা বায়োডেটা দিয়ে বিভিন্ন অনুরোধ করেন। সেরকমই কিছু পুরনো কাগজ নিয়ে গিয়েছে ইডি। এদিন খানিকটা আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, আমাকে যাঁরা দেখেছেন জানেন আমার রাজনৈতিক জীবন কীরকম। এদিন তাপস রায়ের পরিবারের সদস্যদেরও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল।
আরও পড়ুন: ছাত্র নিগ্রহে ভর্ৎসিত উত্তরপ্রদেশ সরকার
এদিন শুধু তাপস রায় নয় একইসঙ্গে ইডির অভিযান চলেছে দমকল মন্ত্রী সুজিত বসু ও উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও। সেই বিষয়ে তাপস রায় কোনও মন্তব্য করতে চাননি। এদিন ইডির অভিযানে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা বেশি চোখে পড়েছে। ঢাল, লাঠি, কাঁদানে গ্যাস নিয়ে তাদের হাজির হতে দেখা গিয়েছে।
আরও খবর দেখুন