ওয়েব ডেস্ক: মানসিক অবসাদের (Mental Depression) জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পল্লল চ্যাটার্জি। তাঁর বাড়ি পাট্টাবুকা উত্তমপুর নাটনা এলাকায়। মৃত সিভিক ভলান্টিয়ারের পরিবারের তরফে দাবি করা হয়েছে যে, তাঁর স্যালারি অ্যাকাউন্টে (Salary Account) কিছু গোলযোগ থাকার কারণে দীর্ঘ তিন মাস ধরে তিনি তাঁর প্রাপ্য সাম্মানিক (Salary) পাচ্ছিলেন না।
অপরদিকে, বিয়ের তিন বছর কেটে গেলেও সন্তান না হওয়ার কারণে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। গতকাল রাতে হঠাৎই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই সিভিক ভলান্টিয়ার। সোমবার সকালে পরিবারের লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারপরেই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃত সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার করে ময়না তদন্তের (Post Mortem) জন্য হাসপাতালে পাঠায়। বাড়ির ছেলের এমন আচমকা মৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েছে মৃতের মা।
আরও পড়ুন: মানবিক পঞ্চায়েত, বানিয়ে দেওয়া হচ্ছে আবাস যোজনার দুই উপভোক্তার বাড়ি
জানা গিয়েছে, মৃতের বাবা বেশ কিছুদিন আগেই মারা যান। তাই একটা শোক কাটতে না কাটতেই আবারও ছেলের এমন অকাল মৃত্যুর ঘটনায় রীতিমতো অর্থাভাবে ভুগছে গোটা পরিবার। এখন কীভাবে পরবর্তী দিনগুলো কাটবে তা নিয়েই দুশ্চিন্তায় পরিবারের সকল সদস্য।
দেখুন অন্য খবর: