ওয়েব ডেস্ক: একদিকে যখন আবাস যোজনার (Awas Yajona) টাকা নিয়ে অভিযোগের অন্ত নেই তখন চোখে পড়ল মানবিকতার ছবি। বাংলা আবাস যোজনার টাকা ফেরত দিতে আসা দুই উপভোক্তার বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিল পঞ্চায়েত (Panchayet)। আবাস যোজনার (Awas Yajona) টাকা দিয়ে ইতিমধ্যে শুরুও হয়েছে বাড়ি তৈরির কাজ।
কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের (Panchayet) এক উপভোক্তা ফাল্গুনী গিরির বাড়িতে কোনও পুরুষ সদস্য নেই। বহুদিন আগে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। এক সন্তান থাকলেও কর্মসূত্রে তিনি কেরালায় থাকেন। বাংলা আবাস যোজনার (Awas Yajona) টাকা পেলেও বাড়ি করতে রাজি ছিলেন না কাকদ্বীপের পশ্চিম পুকুরবেড়িয়ার বাসিন্দা ফাল্গুনী। তিনি সেই টাকা গ্রাম পঞ্চায়েত অফিসে ফিরিয়ে দিতে গিয়েছিলেন। তাঁর সমস্যার কথা শুনে শেষ পর্যন্ত ওই টাকায় ফাল্গুনী দেবীর বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত (Panchayet) । ইতিমধ্যে তাঁর নতুন বাড়ি তৈরির কাজও শুরু হয়েছে।
আরও পড়ুন : প্রবল বৃষ্টিতে ভেসে গেল মুজনাই নদীর সাঁকো, দুর্ভোগে হাজারো মানুষ
অন্যদিকে, অভাবের সংসারে মেয়ের বিয়ের কথা ভেবে বাংলা আবাস যোজনার (Awas Yajona) টাকা ফিরিয়ে দিচ্ছিলেন কাকদ্বীপের কালিনগরের বাসিন্দা শিপ্রা দাস। তাঁর বাড়িতেও বৃদ্ধ শ্বশুর ছাড়া কোনও পুরুষ নেই। স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। তাঁর এই সমস্যার কথা শুনে শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত আবাস যোজনার টাকায় বাড়ি তৈরি করে দেওয়ার দায়িত্ব নিয়েছে।
প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বনাথ ঘোড়ই বলেন, “উপভোক্তাদের পারিবারিক সমস্যা থাকার কারণে পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়ি তৈরি করে দেওয়ার দায়িত্ব নেওয়া হয়েছে। বাড়ি তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে।”
দেখুন আরও খবর: