কলকাতা: চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্দোলন নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। উত্তরবঙ্গ সফরের আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আন্দোলনের একটা লক্ষ্মণরেখা আছে এবং আইনি পথেই সমস্যার সমাধান খোঁজা উচিত ।
এদিন মমতা বলেন, “চাকরিহারাদের প্রতি আমার সহানুভূতি আছে । এটা ঠিক, তাঁদের কষ্ট হচ্ছে । কিন্তু আদালতের নির্দেশ আমাদের মানতে হবে । আইন মেনেই চলতে হবে ।” তিনি আরও বলেন, রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছে এবং সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, “যারা চাকরি কেড়ে নিয়েছে, তারাই এখন উস্কানি দিচ্ছে । আমাদের কারণে চাকরি যায়নি । শিক্ষকদের কাছ থেকে ন্যূনতম সৌজন্য এবং মর্যাদা প্রত্যাশা করি আমার। তাঁদের সমাজের জন্য কাজ করা উচিত ।”
আন্দোলনকারীদের আন্দোলনের ধরন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী। বলেন, “যাঁরা আন্দোলন করছেন বা যাঁরা কাজ করছেন, তাঁদের প্রতি আমার কোনও সমস্যা নেই । আমার একমাত্র ক্ষোভ হল, অন্যদের যেন জোর করে বাধা দেওয়া না-হয় বা রাস্তা আটকে মানুষকে হেনস্থা করা না হয় ।”
দেখুন আরও খবর: