ওয়েব ডেস্ক: অজয় দেবগনের ক্রাইম থ্রিলার(Ajay Devgan’s crime thriller) ‘রেইড ২'(Raid 2) গত ১মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং দর্শক এবং সমালোচক উভয়ের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ছবিটি প্রথম দিনে ১৯.২৫ কোটি রুপি আয় করলেও শুক্রবার কমে ১২ কোটি রুপি আয় করেছে। তবে শনিবার ছবিটি আবারও উঠে আসে এবং ১৮ কোটি রুপি আয় করে।
আরও পড়ুন:হাঁটুর বয়সি নায়িকাকে চুম্বন, সমালোচনার মুখে কমল হাসান
বলা যেতে পারে মুক্তির পর থেকেই বক্স অফিসে যথেষ্ট গতিতে ছুটছে জয়ের এই ছবি। একের পর এক সাফল্যের গণ্ডি পার হচ্ছে। ইতিমধ্যেই অজয় দেবগনের বহু আলোচিত ছবি ‘সিংঘম রিটার্নস’ এর লাইফটাইম কালেকশনকে অতিক্রম করেছে ‘রেইড ২’। এখন সামনে শুধু ‘শয়তান'(Shaitan)।অজয় দেবগন-আর মাধবন
অভিনীত ‘শয়তান’ ছবিটি সারা ভারতে আয় করেছিল ১৭৭.৯৬ কোটি টাকা। এটি গুজরাটি ছবি ‘ভ্যাস’ এর রিমেক ছিল। অজয় দেবগনের ছবি কি পারবে সেই রেকর্ড ভাঙতে! মুক্তির ১৮ দিনের মাথায় এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ৫.৫০ কোটি টাকা। সভাপতি বলা যায় মুক্তির পর তৃতীয় রোববারে এসো যথেষ্ট সারা জাগানো ব্যবসা করছে ‘রেইড ২’। এখনো পর্যন্ত ছবির মোট আয় দাঁড়িয়েছে ১৪৯ কোটি(Earn 149 crores Rupees) টাকা।
বক্সঅফিসে খারাপ পারফরম্যান্সের বর্তমান প্রবণতা সত্ত্বেও, ‘রেইড ২’ তুলনামূলকভাবে স্থিতিশীল ব্যবসা করছে এবং অজয় দেবগনের আগের মুক্তিপ্রাপ্ত ছবি আজাদ-এর চেয়ে ভালো ব্যবসা করেছে।তবে, ছবিটির প্রদর্শনী ক্রমশ কমে যাচ্ছে। শনিবার পর্যন্ত, ৩৫০ টিরও বেশি শো বাতিল করা হয়েছে।
প্রথম সপ্তাহে বক্স অফিসে এই ছবি ৯৫.৭৫ কোটি টাকা আয় করেছিল
বক্স অফিস রিপোর্ট বলছে রাজকুমার গুপ্ত পরিচালিত ‘রেইড ২’ ছবির গল্পকে শুরু থেকেই ফিল্ম সমালোচকরাও এই সিনেমাটি সম্পর্কে দারুণ রিভিউ দিয়েছেন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন ও রীতেশ দেশমুখ।