Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ০৭ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
অ্যাডভেঞ্চার পছন্দ? বর্ষায় ঘুরে আসুন পুরুলিয়ায়
তপন হালদার Published By:  • | Edited By: পল্লবী দত্ত
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১, ০১:৩০:১৯ পিএম
  • / ৩৮০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: পল্লবী দত্ত

পুরুলিয়া: টানা লকডাউনে ঘরে বসে? হাফ ছেড়ে বাঁচতে কাছাকাছি কোথাও ঘুরতে যেতে মন চাইছে৷ তাহলে টুক করে ঘুরে আসুন পুরুলিয়া থেকে৷ কাছেপিঠে দু-তিনদিনের জন্য ঘুরতে যাওয়ার অন্যতম সেরা ডেস্টিনেশন৷ তার উপর এখন বর্ষাকাল৷ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পুরুলিয়ার রূপ এই সময় যেন ঠিকরে বেরিয়ে পড়ে৷ পুরুলিয়ায় গিয়ে করোনায় আক্রান্ত হওয়ার ভয় কম৷ এই জেলায় সংক্রমণ এখন তলানিতে৷ তাই বলে মাস্ক ছাড়া ঘুরে বেড়ানোর বোকামি না করাই ভালো৷ করোনাবিধি মেনে চলা বাঞ্ছনীয়৷

পুরুলিয়া বলতে ভ্রমণপিপাসুদের মনে প্রথমেই বড়ন্তী, জয়চণ্ডী ভেসে ওঠে৷ চোখের সামনে ভাসে ছোটো ছোটো টিলা আর ঘন জঙ্গলে ঢেউ খেলানো পাহাড়৷ বৈচিত্র্যে ভরা পুরুলিয়ায় বর্ষা যেন এক অন্যরূপ মেলে ধরে৷ বৃষ্টির পর পুরুলিয়ার সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়৷ চারিদিক সবুজ আর সবুজ৷ মনে হবে সবুজের আভা বাড়িয়ে দিয়েছে প্রকৃতি৷ আর সবুজ উপত্যকায় হাতছানি দেয় অ্যাডভেঞ্চারের নেশা৷

যেখানে জঙ্গল সেখানে বন্যপ্রাণী৷ গোল্ডেন জ্যাকেল, কাঁকর হরিণ, হায়না, বুনো হাতির দল ঘুরে বেড়ায় জঙ্গলের ভেতর৷ কপাল ভালো থাকলে বন্যপ্রাণীর সঙ্গে পর্যটকদের দেখা হয়ে যেতে পারে৷ অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালি রাস্তার দু’পাশে থাকা শাল, শিমুল, পলাশের জঙ্গলের বুক চিড়ে লং ড্রাইভে চলে যেতে পারবেন৷ ট্রেকিং করা বারণ থাকলেও পাহাড় জঙ্গলের গ্রামীণ রাস্তায় গাইডকে সঙ্গী করে জঙ্গল ভ্রমণ হতেই পারে৷ আর তখন যদি পাহাড় থেকে ঝেপে বৃষ্টি নামে তাহলে ছাতা মাথায় কোনও মোড়ে এসে চায়ের চুমুক বা শালপাতায় তেলেভাজার রসনাও মেটাতে পারবেনl মিলবে গরম গরম জিলাপিও৷ তবে সঙ্গে বড় ছাতা বা রেনকোট রাখলেই ভালো৷ না হলে সবটাই মাটি৷ পাহাড়ের ওপর ভেসে বেড়ানো কালো মেঘে কখন যে ঝেপে বৃষ্টি নামবে বোঝা বড় মুশকিল৷

আরও পড়ুন: এখনই পিছু ছাড়ছে না, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

গত কয়েক বছর ধরেই ‘মনসুন ট্যুরিজম’কে তুলে ধরছে পুরুলিয়া জেলা প্রশাসন৷ গতবছর কোভিড আবহে দীর্ঘ লকডাউন থাকায় পর্যটকদের আসা বন্ধ ছিল৷ কিন্তু এবার পুরুলিয়ার ছবিটা একেবারে আলাদা৷ বিধিনিষেধ থাকলেও কোভিড সংক্রমণের হার একেবারে নীচে নেমে এসেছে৷ বলা যেতে পারে, পুরুলিয়া এখন কোভিড ফ্রি৷ তাই পর্যটনশিল্পের উপর ভর করে আবার ঘুরে দাঁড়াচ্ছে পুরুলিয়া৷ জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম পরিদর্শন করে বলেন, ‘ঐতিহ্যবাহী এই এলাকার পরিচিতির জন্য মন্দিরগুলিকে পুরনো মন্দিরের অবস্থায় নিয়ে যেতে হবে৷ মন্দিরের নাম লিখে পর্যটকদের পরিচয় করানোর দরকার। আমরা নিতুড়িয়া পঞ্চায়েত সমিতিকে বলেছি একটি সাজেশন খাতা রাখার ব্যবস্থা করতে৷ তাহলে সেই মতো আমাদের ব্যবস্থা নিতে সুবিধা হবে৷’

পুরুলিয়ার এই প্রাকৃতির সৌন্দর্য উপভোগ করতে কলকাতা থেকে মোটর সাইকেলে করে উড়ান রাইডার নামে একটি ক্লাবের ১৬ জনের মহিলা সদস্যরা গড়পঞ্চকোট পাহাড়ের ইকো ট্যুরিজম এসেছেন৷ তাদেরই এক সদস্য সুকৃতি মুখোপাধ্যায় বলেন, ‘আগের থেকে পুরুলিয়ার পরিবর্তন হয়েছে৷ বিশেষ করে রাস্তা খুব ভালো হয়েছে। তবে পর্যটকদের জন্যে থাকার ব্যবস্থা বাড়ানো দরকার৷ সারা বছরই পর্যটকরা পুরুলিয়ায় আসছে৷ ইচ্ছা থাকলেও তাঁরা থাকতে পারেন না৷’ কলকাতার বেহালার বাসিন্দা অশোক কান্তি ঘোষ বলেন, ‘বাড়িতে বসে বসে হাপিয়ে গিয়েছি৷ তাই ভাবলাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পুরুলিয়া থেকে ঘুরে আসি৷ খুব সুন্দর জায়গা৷ সবুজ প্রকৃতি দারুণ লাগছে। আগের থেকে অনেক উন্নয়ন হয়েছে, রিসোর্টগুলো দেখে ভালো লাগছে৷’

আরও পড়ুন: কীভাবে নেবেন বর্ষার জলে বেহাল জুতোর যত্ন?

পুরুলিয়ার সুখ-দুঃখ, জীবন কথা শোনা যায় ঝুমুর গানে৷ সঙ্গে ছৌ-র পদধ্বনি তো রয়েইছে৷ পাহাড় ছুঁয়ে থাকা কটেজের বারান্দায় বসেই দেখতে পারবেন ছৌ নাচ৷ লোকসংস্কৃতি, প্রকৃতির সঙ্গে মিলেমিশে আছে ইতিহাস রাজরাজাদের গল্পও৷ পঞ্চকোট রাজবংশের স্থাপত্য, জৈনদের পুরাকীর্তি৷ তাই বৈচিত্রে ভরা পুরুলিয়াতে হারিয়ে যান বর্ষাতেই৷

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

বজরংবলীর আশীর্বাদ পাবেন ৫ রাশির জাতক
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Stadium Bulletin | কোন ৫ কারণে প্লে-অফের দোরগোড়ায় KKR?
সোমবার, ৬ মে, ২০২৪
সোমবার, ৬ মে, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারে সতর্কবার্তা নির্বাচন কমিশনের
সোমবার, ৬ মে, ২০২৪
কখন শচীনের দ্বারস্থ হন কোহলি?
সোমবার, ৬ মে, ২০২৪
চোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই
সোমবার, ৬ মে, ২০২৪
মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
সোমবার, ৬ মে, ২০২৪
অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়
সোমবার, ৬ মে, ২০২৪
সুদীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
সোমবার, ৬ মে, ২০২৪
মঙ্গলবার ৪ কেন্দ্রে ভোট, সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী
সোমবার, ৬ মে, ২০২৪
সোমবার, ৬ মে, ২০২৪
সন্দেশখালি ভাইরাল ভিডিওতে কন্ঠস্বর গঙ্গাধর-জবারানির, দাবি শান্তি দলুইয়ের
সোমবার, ৬ মে, ২০২৪
জিতলে গম্ভীরের কৃতিত্ব হারলে দায় শ্রেয়সের? প্রশ্ন কিংবদন্তির  
সোমবার, ৬ মে, ২০২৪
রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার বিজেপি নেতা?
সোমবার, ৬ মে, ২০২৪
আগামিকাল মুর্শিদাবাদে সেলিমের পরীক্ষা, ১৩ মে বহরমপুরে অধীরের
সোমবার, ৬ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team