ওয়েব ডেস্ক: বলিউডের পর্দায় অপেক্ষাকৃত কমবয়সী নায়িকাদের সঙ্গে বেশি বয়সের নায়কদের রোমান্স নতুন কিছু নয়। দক্ষিণী ছবিতেও এমন ট্রেন্ডিং দেখা যায়। আর এই কারণে ট্রোল এর শিকারও হন পরিণত বয়সের হিরোরাও।
এবার জনপ্রিয় খ্যাতনামা অভিনেতা কমল হাসান হাঁটুর বয়সী নায়িকা তৃষা কৃষ্ণানের সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ হতে দেখা গেল।
সম্প্রতি বিশিষ্ট পরিচালক মনিরত্নমের তামিল-তেলেগু ‘থাগ লাইফ’ ছবিটির ট্রেলার যথেষ্ট নজর কেড়েছে। যেখানে ৩০ বছরের ছোট তৃষাকে চুম্বন করতে দেখা গেছে অভিনেতা কমল হাসানকে। নেটিজেনদের একটি বড় অংশ এই ট্রেলারের প্রশংসা করলেও অনেকেই কমল তৃষার এই চুম্বন দৃশ্যের কড়া ভাষায় সমালোচনা করেছেন। কমল হাসান এর বহু প্রতীক্ষিত ছবি ‘দ্যা থাগ লাইফ’ এর ট্রেলারটি যথেষ্ট অ্যাকশনে ভরপুর।
একজন রাখঢাক না রেখেই লিখেছেন,’একজন বৃদ্ধ যদি যুবতীর প্রেমে পড়ে তাহলে কিছু বলার থাকে না কিন্তু একজন বৃদ্ধ যদি তরুণের মতো ভালো করে তাহলে অদ্ভুত লাগে।’ অন্য একজন রসিকতার সুরে লিখেছেন, ‘মাত্র ত্রিশ বছরের ব্যবধান, তারা নাকি আত্মার সঙ্গী!’
অনেকে অবশ্য কমল হাসানের পক্ষ বলেছেন। চরিত্রের খাতিরে সব কিছুই করতে হয় বলেছেন তারা। তারা লিখেছেন,’গল্পে তো স্পষ্ট ভাবে দেখানো হয়েছে একজন বয়স্ক গ্যাংস্টার অন্য একজন কমবয়সী মহিলার প্রেমে পড়েছেন, খুব স্বাভাবিকভাবেই চিত্রনাট্যে এই দৃশ্যটি থাকতেই পারে’।
অন্য একজন অবশ্যই লিখেছেন, ‘যদিও তারা দুজনেই প্রাপ্তবয়স্ক তবুও মনে হয় তৃষার জায়গায় অন্য কাউকে নিলে আরো ভালো হতো’।
প্রসঙ্গত, মণি রত্নম পরিচালিত গ্যাংস্টার অ্যাকশন ড্রামাটিতে অভিনয় করেছেন কমল হাসান, সিলাম্বরসন, ত্রিশা কৃষ্ণন, সানিয়া মালহোত্রা, অভিরামি, অশোক সেলভান, ঐশ্বর্য লক্ষ্মী, জোজু জর্জ, নাসার, আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠি, রোহিত সরফ এবং ভাইয়াপুরি। সিনেমাটি আগামী ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।